ঢাবিতে উচ্চ শিক্ষাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ | ১৬ মে ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে সুইডেনে উচ্চশিক্ষা গ্রহণ বিষয়ক এক সেমিনার ১৩ মে অনুষ্ঠিত হয়েছে। সুইডেন অ্যালামনাই নেটওয়ার্ক ইন বাংলাদেশ এবং ঢাকাস্থ সুইডেন দূতাবাসের যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়। ওই সেমিনারে ঢাবি ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত সার্লোটা স্স্নাইটার, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তোফায়েল আহমদ চৌধুরী, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইমদাদুল হক এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রাখহরি সরকার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ ছাড়া ভূ-তত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ নূরুল ইসলাম, সুইডেন অ্যালামনাই নেটওয়ার্ক ইন বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ জাবেদ হোসেন এবং রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শোয়েব অনুষ্ঠানে বক্তৃতা করেন। ঢাকাস্থ সুইডেন দূতাবাসের কমিউনিকেশন অফিসার আলিম বারী মূল প্রবন্ধ উপস্থাপন করেন।