জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

প্রকাশ | ১৭ মে ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
সিপাহী বিদ্রোহ
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো প্রথম অধ্যায় ৭৯। কত সালে শ্রীরামপুরে মুদ্রণযন্ত্র স্থাপন করা হয়? (ক) ১৮২০ সালে (খ) ১৮২১ সালে (গ) ১৮২২ সালে (ঘ) ১৮২৩ সালে সঠিক উত্তর : (খ) ১৮২১ সালে ৮০। বাংলার অর্থনীতি কৃষি ও তাঁতশিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় - (ক) ব্রিটিশরা (খ) পালরা (গ) মোঘলরা (ঘ) পাকিস্তানিরা সঠিক উত্তর : (ক) ব্রিটিশরা ৮১। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বছরে ভারত উপমহাদেশে উলেস্নখযোগ্য কোন ঘটনাটি ঘটেছিল? (ক) সাঁওতাল বিদ্রোহ (খ) মুসলিম লীগ প্রতিষ্ঠা (গ) সিপাহী বিদ্রোহ (ঘ) বঙ্গভঙ্গ সঠিক উত্তর : (গ) সিপাহী বিদ্রোহ ৮২। বঙ্গীয় আইনসভা সম্পর্কে প্রযোজ্য তথ্য হলো - (র) প্রাথমিক অবস্থায় এটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছিল (রর) প্রথম অবস্থায় সদস্যদের ভোটে নির্বাচিত হওয়ার বিধান ছিল না (ররর) পরবর্তীতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে এটি গড়ে ওঠে নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (খ) রর ও ররর ৮৩। ভারতবর্ষে কোম্পানি শাসনের অবসান ঘটার কারণ - (ক) ভারত শাসন আইন জারি (খ) সার্বভৌম আইন জারি (গ) ভারত স্বাধীনতা আইন জারি (ঘ) ব্রিটিশ শাসন আইন জারি সঠিক উত্তর : (ক) ভারত শাসন আইন জারি ৮৪। সতীদাহ প্রথা বিলোপে যিনি অগ্রণী ভূমিকা পালন করেন - (ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (গ) রাজা রামমোহন রায় (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর : (গ) রাজা রামমোহন রায় ৮৫। কোন ব্যবস্থা পূর্ববাংলার মানুষের জন্য চরম অভিশাপ হয়ে দাঁড়ায়? (ক) জমিদারি প্রথা (খ) চিরস্থায়ী বন্দোবস্ত (গ) সান্ধ্য আইন (ঘ) দ্বৈত শাসন সঠিক উত্তর : (ঘ) দ্বৈত শাসন ৮৬। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে কাশিম বাজারে বাণিজ্য কুঠি স্থাপন করে? (ক) ১৬৫৮ সালে (খ) ১৬৫৯ সালে (গ) ১৭৫৮ সালে (ঘ) ১৭৫৯ সালে সঠিক উত্তর : (ক) ১৬৫৮ সালে