যবিপ্রবিতে বৃত্তি পেলেন ১১২ শিক্ষার্থী

প্রকাশ | ১৭ মে ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অভ্যন্তরীণ বৃত্তি পেয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের ১১২ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তরে অভ্যন্তরীণ বৃত্তি বণ্টন কমিটির সভায় এ বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। যবিপ্রবির ভিসি প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অভ্যন্তরীণ বৃত্তি বণ্টন কমিটির সভায় ২০১৮-১৯ অর্থবছরে প্রতি বিভাগ থেকে সর্বোচ্চ পাঁচ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে বিভাগ প্রতি পাঁচ জনের অধিক শিক্ষার্থীদেরও বিভাগের বিশেষ সুপারিশের ভিত্তিতে ভিসির ক্ষমতাবলে বৃত্তি প্রদান করা যাবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। উলেস্নখ্য, ২০১৩-১৪ অর্থবছর থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ খাত থেকে এ বৃত্তি প্রদান করা হচ্ছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের হিসাব দপ্তর থেকে বৃত্তির টাকা প্রদান করা হয়ে থাকে। অভ্যন্তরীণ বৃত্তি বণ্টন কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য যবিপ্রবির ট্রেজারার প্রফেসর মো. আব্দুল মজিদ, যবিপ্রবির ডিন প্রফেসর ড. মো. আনিছুর রহমান, ডিন প্রফেসর ড. শেখ মিজানুর রহমান, ডিন ড. মো. ওমর ফারুক প্রমুখ।