সাধারণ জ্ঞান
জানার আছে অনেক কিছু
প্রকাশ | ১৮ অক্টোবর ২০২৪, ০০:০০
প্রশ্ন : হারারে এর প্রাচীন নাম কী?
উত্তর : সলসবেরি।
প্রশ্ন : শ্রীলংকা এর প্রাচীন নাম কী?
উত্তর : সিংহল।
প্রশ্ন : ভোলপোগ্রাদ এর প্রাচীন নাম কী?
উত্তর : স্ট্যালিনগ্রাদ।
প্রশ্ন : নেদারল্যান্ড এর প্রাচীন নাম কী?
উত্তর : হল্যান্ড।
প্রশ্ন : সুইজারল্যান্ড এর প্রাচীন নাম কী?
উত্তর : হেলবেটিয়া।
প্রশ্ন : মাঞ্চুরিয়া এর প্রাচীন নাম কী?
উত্তর : মান্চুকিয়ো।
প্রশ্ন : তাজ্িনয়া এর প্রাচীন নাম কী?
উত্তর : জাঞ্জিবার ও টঙ্গাযনিয়া
প্রশ্ন : হো চি মিনি নিটি এর প্রাচীন নাম কী?
উত্তর : সায়াগন।
প্রশ্ন : হাওয়াই দীপপুঞ্জ এর প্রাচীন নাম কী?
উত্তর : স্যান্ডউইচ দীপপুঞ্জ।
প্রশ্ন : কেপ কেনেডি এর প্রাচীন নাম কী?
উত্তর : কেপ কেনভিরাল।
প্রশ্ন : অসলো এর প্রাচীন নাম কী?
উত্তর : খ্রিষ্টান।
প্রশ্ন : চীন এর প্রাচীন নাম কী?
উত্তর : ক্যামে।
প্রশ্ন : জুলু-
উত্তর : দক্ষিণ আফ্রিকার নাটালের নিগ্রো জাতি।
প্রশ্ন : জাঠ-
উত্তর : ভারতের উত্তর-পশ্চিমাংশের আদিবাসী।
প্রশ্ন : টোডা-
উত্তর : ভারতের নীলগিরি পর্বত অঞ্চলের আদিবাসী।
প্রশ্ন : তাতার-
উত্তর : সাইবেরিয়া, মঙ্গোলিয়া, তুর্কিস্তান ও স্টেপ অঞ্চলের
জাতি।
প্রশ্ন : দ্রাবির-
উত্তর : দক্ষিণ ভারত ও শ্রীলংকা বসবাসকারী অনার্য জাতি।
প্রশ্ন : নাগা-
উত্তর : ভারতের নাগাল্যান্ড এর পাহাড়ি উপজাতি।
প্রশ্ন : নিগ্রো-
উত্তর : মধ্য ও দক্ষিণ-পশ্চিম আফ্রিকার কালো মানুষ।
প্রশ্ন : পিগমি-
উত্তর : আফ্রিকার নিরীয় অঞ্চলের সবচেয়ে বেটে অদিবাসী।
প্রশ্ন : পাপুয়ান-
উত্তর : পশ্চিম ইরানের অদিবাসী।
প্রশ্ন : বেদুইন-
উত্তর : আরবের যাযাবর জাতি। বর্তমান উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়েছে।