জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ১৯ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সম্রাট আকবর
প্রশ্ন : সাঙ্গু গ্যাস ক্ষেত্রে গ্যাস উত্তোলন করে কোন কোম্পানি? উত্তর : কেয়ার্ন এনার্জি। প্রশ্ন : গ্যাস ক্ষেত্র অনুসন্ধান ও সম্প্রসারণের লক্ষ্যে সারাদেশকে কতটি বস্নকে বিভক্ত করেছে? উত্তর : ২৩টি বস্নকে। প্রশ্ন : বাংলাদেশে গ্যাস উত্তোলনের জন্য আবেদনকৃত আইরিশ কোম্পানিটি কী? উত্তর : ট্যালেস্না। প্রশ্ন : বাংলাদেশে কোন গ্যাস ফিল্ডে প্রথম অগ্নিকান্ড ঘটে? উত্তর : হরিপুর গ্যাস ক্ষেত্রে ১৯৫৫ সালে। প্রশ্ন : পেট্টোবাংলা পরিত্যক্ত কোন গ্যাস ক্ষেত্রে গ্যাসের সন্ধান পায়? উত্তর : ফেনী গ্যাস ক্ষেত্র। প্রশ্ন : খনিজ তেল কী? উত্তর : জটিল হাইড্রোকার্বনসমূহের মিশ্রণ। প্রশ্ন : বাঙালি জাতির পরিচয় কী? উত্তর : শংকর জাতি হিসেবে। প্রশ্ন : বাংলা ভূমি খন্ডের প্রাচীন জনপদগুলোর নাম কী কী? উত্তর : গৌড়-(পুন্ড্রু, বরেন্দ্রীয়, রাঢ়), সুহ্ম-(তাম্র, লিপ্পি, সমতট), বঙ্গ-(বঙ্গাল, হরিকেল) প্রশ্ন : সম্রাট আকবরের আমলে সমগ্র বঙ্গদেশ কি নামে পরিচিতি ছিল? উত্তর : সুবহ-ই-বাঙ্গালাহ নামে। প্রশ্ন : সর্বশেষ মৌর্য সম্রাট কে? উত্তর : বৃহদ্রথ।