জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মুজিবনগর সরকার গঠিত হয়-

প্রকাশ | ২০ মে ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো প্রথম অধ্যায় ১১৭। ভারতীয় জাতীয় কংগ্রেস কোন ধরনের প্রতিষ্ঠান ছিল? (ক) সাম্প্রদায়িক (খ) অসাম্প্রদায়িক (গ) ধর্মভিত্তিক (ঘ) জাতিভিত্তিক সঠিক উত্তর : (খ) অসাম্প্রদায়িক ১১৮। লর্ড কার্জন কত সালে বাংলাকে ভাগ করার প্রস্তাব রাখেন? (ক) ১৯০৩ সালে (খ) ১৯০৫ সালে (গ) ১৯০৭ সালে ঘ) ১৯০৯ সালে সঠিক উত্তর : (ক) ১৯০৩ সালে ১১৯। সতীদাহ প্রথা কে পাস করেন? (ক) রাজা রামমোহন রায় (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (গ) লর্ড উইলিয়াম বেন্টিংক (ঘ) লর্ড কার্জন সঠিক উত্তর : (গ) লর্ড উইলিয়াম বেন্টিংক ১২০। ১৮৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কেন প্রতিষ্ঠা করা হয়? (ক) গবেষণার জন্য (খ) মুসলমানদের সন্তুষ্টি করার জন্য (গ) হিন্দুদের সন্তুষ্টি করার জন্য (ঘ) ব্রিটিশদের শাসন প্রতিষ্ঠা করার জন্য সঠিক উত্তর : (ক) গবেষণার জন্য দ্বিতীয় অধ্যায় ১। ১৯৭১ সালের কোন তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়? (ক) ২৬শে মার্চ (খ) ১০ই এপ্রিল (গ) ২৭শে মার্চ (ঘ) ১৭ই এপ্রিল সঠিক উত্তর : (খ) ১০ই এপ্রিল ২। ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল- \হ(র) জাতীয় পরিষদের অধিবেশন বর্জন করা (রর) কলকারখানা বন্ধ করে দেয়া (ররর) সর্বত্র বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণে চলে আসা নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র ও ররর সঠিক উত্তর : (ঘ) র ও ররর নিচের অনুচ্ছেদটি পড় ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও : সপ্তম শ্রেণির ছাত্রী নাওমি ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তার ছবিতে একজন লোক চশমাপরা, কোট পরা একটি আঙ্গুল উঁচু করে ভাষণ দিচ্ছেন আর উপস্থিত জনতা উত্তেজনায় ফেটে পড়ছে। ৩। নাওমির অঙ্কিত চিত্রে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে? (ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী (খ) আবুল কাশেম ফজলুল হক (গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ঘ) মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সঠিক উত্তর : (গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪। উদ্দীপকে উক্ত ব্যক্তির ভাষণ প্রধানত কীসের অনুপ্রেরণা জুগিয়েছে- (ক) ভাষা আন্দোলনের (খ) স্বাধীনতা আন্দোলনের (গ) ছয় দফা আন্দোলনের (ঘ) অসহযোগ আন্দোলনে সঠিক উত্তর : (খ) স্বাধীনতা আন্দোলনের ৫। ১৯৭১ সালের ১ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার ফলে- (র) আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর অনিশ্চিত হয়ে পড়ে (রর) সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয় (ররর) ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ৬। আমাদের স্বাধীনতা দিবস কত তারিখে - (ক) ২৬ মার্চ (খ) ১৬ ডিসেম্বর (গ) ১৭ এপ্রিল (ঘ) ২৫ মার্চ সঠিক উত্তর : (ক) ২৬ মার্চ ৭। ১৯৭১ সালে অসহযোগ আন্দোলন আরও বেগবান হয়- (র ) নিয়মিত মিছিল মিটিং (রর) ছাত্র সংগ্রাম পরিষদ গঠন (ররর) বঙ্গবন্ধুর নেতৃত্ব নিচের কোনটি সঠিক ক) র (খ) র ও ররর (গ) র ও রর (ঘ) রর ও ররর সঠিক উত্তর : (ঘ) রর ও ররর