৭ম শ্রেণির পড়াশোনা বাংলা দ্বিতীয় পত্র

পুলিশের ভয়ে সন্ত্রাসীরা গা-ঢাকা দিয়েছে-

প্রকাশ | ২০ মে ২০১৯, ০০:০০

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর য়
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো। বানান ১০। ষত্ব বিধানের নিয়মানুসারে রেফ (র্ )-এর পরে মূর্ধন্য-ষ হয়- এই নিয়মের ব্যতিক্রম কোনটি? ক. আকর্ষণ খ. বর্ষণ গ. মুমূর্ষু ঘ. দর্শন সঠিক উত্তর: ঘ. দর্শন শব্দার্থ ১। 'অনন্ত' শব্দের বিপরীত শব্দ কোনটি? ক. শান্ত খ. অন্ত গ. সান্ত ঘ. নিরন্ত সঠিক উত্তর: গ. সান্ত ২। 'আকার' শব্দের বিপরীত শব্দ কোনটি? ক. সাকার খ. নিরাকার গ. বিকার ঘ. অপকার সঠিক উত্তর: খ. নিরাকার ৩। 'অর্পণ'-এর বিপরীতার্থক শব্দ কোনটি? ক. গৃহীত খ. অবতরণ গ. সারণি ঘ. গ্রহণ সঠিক উত্তর: ঘ. গ্রহণ ৪। 'উৎকর্ষ'-এর বিপরীত শব্দ কোনটি? ক. উৎকৃষ্ট খ. অপকৃষ্ট গ. নিকৃষ্ট ঘ. অপকর্ষ সঠিক উত্তর: ঘ. অপকর্ষ ৫। 'অনুরাগ'-এর বিপরীত শব্দ কোনটি? ক. অনুরাগী খ অনুরক্ত গ. বিরাগ ঘ. বিরাগভাজন সঠিক উত্তর: গ. বিরাগ ৬। জ্ঞানী-গুণীর কথা সবারই মেনে চলা উচিত- এই বাক্যে 'কথা' কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক. প্রসঙ্গ খ. অনুরোধ গ. উপদেশ ঘ. অঙ্গীকার সঠিক উত্তর: গ. উপদেশ ৭। আমার পক্ষে তোমার কথা রাখা সম্ভব নয়- এই বাক্যে 'কথা' অর্থে ব্যবহৃত হয়েছে? ক. উদ্দেশ্য খ. উপদেশ গ. অনুরোধ ঘ. আদেশ সঠিক উত্তর: গ. অনুরোধ ৮। দায়িত্বহীনতার জন্য তার কাজটি গেছে- এই বাক্যে 'কাজ' কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক. টাকাকড়ি খ. সুফল গ. চাকরি দেওয়া ঘ. চাকরি সঠিক উত্তর: ঘ. চাকরি ৯। কাপড়টির রং একেবারেই কাঁচা- এই বাক্যে 'কাঁচা' কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক. অপটু খ. অসিদ্ধ গ. অস্থায়ী ঘ. অপক্ব সঠিক উত্তর: গ. অস্থায়ী ১০। পুলিশের ভয়ে সন্ত্রাসীরা গা-ঢাকা দিয়েছে- এই বাক্যে 'গা-ঢাকা' কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক. দেশছাড়া খ. এলাকাছাড়া গ. ভয়বোধ করা ঘ. পলায়ন করা সঠিক উত্তর: ঘ. পলায়ন করা ১১। অল্প আয়ে চলা খুব কঠিন- এই বাক্যে 'চলা' কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক. অতিবাহিত হওয়া খ. খরচ চালানো গ. জীবন নির্বাহ করা ঘ. মান বাঁচানো সঠিক উত্তর: গ. জীবন নির্বাহ করা