ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান অনুশীলন

প্রকাশ | ০২ নভেম্বর ২০২৪, ০০:০০

হাবিবুর রহমান বাপ্পা, সহকারী শিক্ষক, শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট
আলোর প্রতিফলন আমাদের খুবই পরিচিত একটা ব্যাপার। আমরা প্রতিদিন আয়নায় আমাদের মুখ দেখি! আয়নায় নিজের চেহারা দেখার সময় আমরা সব সময় একটা বিষয় লক্ষ করেছি, প্রতিফলিত চেহারায় ডান এবং বাম সব সময় অদল বদল হয়ে যায়। তোমরা কি কখনো এটি কেন হয় চিন্তা করে দেখেছ? উত্তর : আয়নায় প্রতিফলিত চেহারায় ডান এবং বাম সব সময় অদল বদল হয়। এ বিষয়ে আমার ব্যাখ্যা নিচে তুলে ধরা হলো- যে পথে চললে আগে সময় সর্বনিম্ন দুরত্ব অতিক্রম করতে পারে আলো সে পথে চলতে চায়। আমার বামপাশ থেকে আলো আমার সাপেক্ষে আয়নার বামপাশে গেলে সর্বনিম্ন দূরত্ব বজায় থাকে। আমার সাপেক্ষে আয়নার বামপাশ হলে আয়নার নিজের ডানপাশ অনুরূপভাবে আমার ডানপাশটা হবে আপনার নিজের বামপাশ এ কারণেই আয়নায় প্রতিফলিত চেহারায় ডান নামের অদল বদল হয়। তোমরা কি এমন একটি আয়না তৈরি করতে পারবে যেখানে আমরা আমাদের চেহারা দেখলে দেখব আমাদের ডান এবং বাম দল বদল হয়নি। উত্তর : দুটি আয়নায় ৯০ক্ক কোণে রাখা হলে চেহারার অদল বদল হয় না। এ বিষয়ে আমার ব্যাখ্যা নিচে ধরা ু একটি আয়নায় সাধারণত প্রতিফলিত চেহারার অদল বদল হয়। দুটি আয়না ৯০ক্ক কোণে রাখলে প্রথম বার প্রতিফলনে বাম হাত ডান হাত বা ডান হাত বাম হাত হয় কিন্তু দুইবার প্রতিফলনে অর্থাৎ প্রতিষ্ঠানের প্রতিফলনে বাম হাত আবার বাম হাত এবং ডান হাত আবার ডান হাত হিসেবেই ফিরে আসে। অর্থাৎ চেহারার অদল বদল হয় না। প্রশ্ন : আমরা কখন বস্তু দেখতে পাই? উত্তর : বস্তুর আলো চোখে পড়লে। প্রশ্ন : সাতটি রং যখন দ্রম্নত ঘুরতে থাকে তখন কোন রং দেখা যায়? উত্তর : শুধুমাত্র সাদা। প্রশ্ন : লাল রংয়ের মধ্য দিয়ে কোনো সবুজ পাতাকে দেখার চেষ্টা করলে কেমন দেখায়? উত্তর : কুচকুচে কালো। প্রশ্ন : রংধনুতে কয়টি রং দেখা যায়? উত্তর : ৭টি। প্রশ্ন : কালো ও সাদা কাপড় রোদে শুকাতে দিলে কোনটি আগে শুকাবে? উত্তর : কালো কাপড়। প্রশ্ন : রংধনুতে বেগুনির আগের রংটির নাম কী? উত্তর : অতিবেগুনি। প্রশ্ন : রংধনুতে লালের পরের রংটির নাম কী? উত্তর : অবলাল। প্রশ্ন : পোকামাকড় ধরার জন্য কোন রং ব্যবহার করা হয়? উত্তর : অতিবেগুনি রং। প্রশ্ন : টেলিভিশনের রিমোট কন্ট্রোলে কোন রং ব্যবহৃত হয়? উত্তর : অবলাল। প্রশ্ন : সকালের আকাশ কেমন দেখায়? উত্তর : নীল দেখায়। প্রশ্ন : সন্ধ্যায় আকাশ কেমন দেখায়? উত্তর : গোলাপি দেখায়। প্রশ্ন : বিজ্ঞানী জন ডাল্টন কোন রং কখনোই দেখতে পারেন নি? উত্তর: লাল ও সবুজ রঙের পার্থক্য। প্রশ্ন : পানির রং নেই কেন? উত্তর : কারণ পানি স্বচ্ছ। প্রশ্ন : আলোর প্রতিসরণের সময় খুব মজার একটা ঘটনা ঘটে সেটা কী? উত্তর : আলোর পথটা বেঁকে যায়। বিজ্ঞান অনুসন্ধানী পাঠ অধ্যায়-১ আমাদের আশপাশের জীব ও বস্তুজগৎ সম্পর্কে পর্যবেক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা ও বিজ্ঞানসম্মত অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত যে বিশেষ জ্ঞান মানুষের জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করে চলছে তাই হলো বিজ্ঞান। অন্যদিকে প্রযুক্তি বলতে মানুষের আবিষ্কার করা উপাদান বা উপকরণ এবং সেসব উপকরণ ব্যবহারের প্রয়োগিক জ্ঞানকে বোঝায়। বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি অনুসরণের মাধ্যমে বিজ্ঞানীরা নানা জিনিস উদ্ভাবন করে থাকেন। বৈজ্ঞানিক আবিষ্কার এবং বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বিভিন্ন রাশির সঠিক পরিমাপ জানা জরুরি। আমাদের দৈনন্দিন জীবনে সর্বাধিক ব্যবহৃত পরিমাপ পদ্ধতিগুলো হলো দৈর্ঘ্য, ভর, সময় ও তাপমাত্রা। সব ধরনের পরিমাপের ক্ষেত্রে আন্তর্জাতিক পদ্ধতি হিসাব ঝও (ঝুংঃবস ড়ভ ওহঃবৎহধঃরড়হধষ) কে গ্রহণ করা হয়েছে। প্রশ্ন : পদার্থ বিজ্ঞান এবং রসায়নে দুইবার নোবেল পেয়েছিলেন কোন বিজ্ঞানী? উত্তর : মাদাম কুরি। প্রশ্ন : সূর্যের আলোকে আপাতত বর্ণহীন মনে হলেও এটি আসলে অনেকগুলো রং দিয়ে তৈরি এটি কার উক্তি? উত্তর : স্যার আইজাক নিউটন। প্রশ্ন : স্যার আইজাক নিউটন প্রিজম দিয়ে সূর্যের আলোকে কতটি ভাগে ভাগ করেন? উত্তর : ৭টি। প্রশ্ন : হরিপদ কাপালীর বাড়ি কোন জেলায়? উত্তর : যশোর। প্রশ্ন : হরি ধান আবিষ্কার করেন কে? উত্তর : হরিপদ কাপালী। প্রশ্ন : কৃষক বাদেও হরিপদ কাপালী কী? উত্তর : একজন বিজ্ঞানী। প্রশ্ন : পদার্থের ভরকে কীসে রূপান্তর করা যায়? উত্তর : শক্তিতে। প্রশ্ন : আমাদের দেশের কোথায় নিউক্লিয়ার বিদু্যৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে? উত্তর : রূপপুরে প্রশ্ন : পলিথিনের ব্যাগ কোন ধরনের দ্রব্য? উত্তর : অপচনশীল। প্রশ্ন : কোন বিজ্ঞানী দেখিয়েছিলেন যে, ভারী এবং হালকা বস্তু একসাথে নিচে পড়ে? উত্তর : গ্যালিলিও। প্রশ্ন : বৈজ্ঞানিক অনুসন্ধানের কতটি ধাপ রয়েছে? উত্তর : ছয়টি। প্রশ্ন : চোখ বন্ধ করে না মেনে যাচাই করে গ্রহণ করাকে কী বলে? উত্তর : বিজ্ঞান। প্রশ্ন : যে সমস্ত বিষয় আমরা পরিমাপ করতে পারি সেগুলোকে কী বলে? উত্তর : রাশি প্রশ্ন : পাউন্ড কীসের একক? উত্তর : ভরের। প্রশ্ন : কিলোমিটার কীসের একক? উত্তর : দৈর্ঘ্যের। প্রশ্ন : পাঁচ কিলোমিটার হাঁটতে গিয়ে পাঁচ মাইল হাঁটতে হলে কতগুণ বেশি হাঁটতে হবে? উত্তর : দেড় গুণ। হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়