পাবিপ্রবিতে পাবলিক ডিসকাশন অনুষ্ঠিত
প্রকাশ | ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) গেস্নাবাল নিউক্লিয়ার এনার্জি : ফ্যাক্টস অ্যান্ড মিথ বিষয়ে এক পাবলিক ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গ্যালারি ২ থেকে ৩১ অক্টোবর এই ডিসকাশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে পাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগ ও রূপপুর পারমাণবিক বিদু্যৎকেন্দ্র।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক। কীনোট স্পিকার ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রীতম কুমার দাস। আরও উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের চেয়ারম্যান মো. ফারুক আহম্মেদ, রূপপুর পারমাণবিক পাওয়ার পস্নান্টের ডেপুটি ম্যানেজার (প্রশিক্ষণ) আব্দুর রহমান এবং সায়েন্টিফিক অফিসার মো. শরাফ উদ্দীন।