পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ০৩ নভেম্বর ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
অধ্যায়-৯ ৩৬. আব্দুলস্নাহ প্রতিদিন স্কুলে হেঁটে যায়। স্কুলে যাওয়ার সময় আব্দুলস্নাহর করণীয় কী? ক. রাস্তার মাঝখান দিয়ে হাঁটা খ. ফুটপাত দিয়ে হাঁটা গ. আনমনে রাস্তা পার হওয়া ঘ. ওভার ব্রিজের নিচ দিয়ে হাঁটা উত্তর : খ. ফুটপাত দিয়ে হাঁটা ৩৭. অধিকারের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে- ক. কর্তব্যের খ. অবহেলার গ. ফাঁকিবাজির ঘ. মৌলিক অধিকারের উত্তর : ক. কর্তব্যের ৩৮. রাষ্ট্রের প্রতি আনুগত্য আবশ্যক কেন? ক. রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা ও উন্নতির জন্য খ. আন্দোলন-সংগ্রাম প্রতিরোধ করার জন্য গ. হরতাল-প্রতিরোধের জন্য ঘ. মানবিক গুণাবলি বিকাশের জন্য উত্তর : ক. রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা ও উন্নতির জন্য ৩৯. রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন- ক. অর্থের খ. সম্পদের গ. জনবলের ঘ. সামরিক বাহিনীর উত্তর : ক. অর্থের ৪০. সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নাগরিকের দায়িত্ব ও কর্তব্য কোনটি? ক. ভোট প্রদান থেকে বিরত থাকা খ. উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করা গ. নির্বাচনের আইন অমান্য করা ঘ. নির্বাচনের আচরণ বিধি না মানা উত্তর : খ. উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করা ৪১. আইন অমান্য করলে ভোগ করতে হয়- ক. শান্তি খ. শাস্তি গ. সুখ ঘ. দুঃখ উত্তর : খ. শাস্তি ৪২. দেশের উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজন- ক. শিক্ষিত নাগরিক খ. অশিক্ষিত নাগরিক গ. নির্বাচন ঘ. সবগুলো উত্তর : ক. শিক্ষিত নাগরিক ৪৩. ওভারব্রিজ ব্যবহার করতে হবে কেন? ক. দুর্ঘটনা এড়াতে খ. ভাড়া বাঁচাতে গ. সময় বাঁচাতে ঘ. ব্যায়াম করতে উত্তর : ক. দুর্ঘটনা এড়াতে ৪৪. রাষ্ট্রের আইন মেনে চলা উচিত কেন? ক. শৃঙ্খলার জন্য খ. পুরস্কারের আশায় গ. শাস্তির ভয়ে ঘ. ধর্মের কারণে উত্তর : ক. শৃঙ্খলার জন্য ৪৫. সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে কেন? ক. ক্ষমতা ধরে রাখতে খ. রাজনৈতিক কারণে গ. রাষ্ট্র পরিচালনা করতে ঘ. নির্বাচন করার জন্য উত্তর : গ. রাষ্ট্র পরিচালনা করতে ৪৬. গণতান্ত্রিক ব্যবস্থায় প্রাপ্তবয়স্ক প্রত্যেক নাগরিকের যে অধিকার রয়েছে তা হলো- ক. জীবন রক্ষার খ. ভোটের গ. শিক্ষা লাভের ঘ. ধর্ম পালনের উত্তর : খ. ভোটের ৪৭. নিয়মিত কর দেওয়া নাগরিকের কর্তব্য কেন? ক. করের অভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হয় খ. নাগরিক হিসেবে পরিচিত হতে গ. প্রাপ্ত অর্থ সরবরাহ সহায়তা করে ঘ. নাগরিক চুক্তিবদ্ধ বলে উত্তর : ক. করের অভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৪৮. সুশাসন প্রতিষ্ঠা করতে সৎ ও যোগ্য ব্যক্তি কী পাবার অধিকার রাখে? ক. অর্থ খ. চাঁদা গ. অনুদান ঘ. ভোট উত্তর : ঘ. ভোট ৪৯. বিদ্যালয়ে আমাদের প্রধান দায়িত্ব কী? ক. মিলেমিশে থাকা খ. বিদ্যালয় প্রাঙ্গণে ঘুরে বেড়ানো গ. মন দিয়ে লেখাপড়া করা ঘ. গাছ লাগানো উত্তর : গ. মন দিয়ে লেখাপড়া করা ৫০. স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হতে তুমি কী করবে? ক. ফুটপাথ দিয়ে রাস্তা পার হবে খ. লেভেলক্রসিং দিয়ে রাস্তা পার হবে গ. জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পার হবে ঘ. রাস্তার মাঝখান দিয়ে রাস্তা পার হবে উত্তর : গ. জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পার হবে ৫১. প্রাথমিক চিকিৎসার বাক্স কেন বাড়িতে রাখতে হবে? ক. বাড়িতে সাময়িক চিকিৎসা পেতে খ. বাড়িতে পরিপূর্ণ চিকিৎসা পেতে গ. অবস্থার উন্নতিতে সহায়তা করতে ঘ. হাসপাতালে নেয়ার উপযোগী করতে উত্তর : ক. বাড়িতে সাময়িক চিকিৎসা পেতে ৫২. দুর্ঘটনায় কোনো ব্যক্তি আহত হয়ে প্রচুর রক্তপাত হলে করণীয় কী? ক. প্রাথমিক চিকিৎসা দেওয়া খ. হাসপাতালে নিয়ে যাওয়া গ. মাথায় পানি দেওয়া ঘ. আহত ব্যক্তির ঠিকানা জানা উত্তর : ক. প্রাথমিক চিকিৎসা দেওয়া ৫৩. সমাজের প্রতি দায়িত্বের অবহেলা নিচের কোনটি থেকে বোঝা যায়? ক. নিয়ম অমান্য করা খ. সম্পদ নষ্ট করা গ. অসহযোগিতা করা ঘ. অন্যের ক্ষতি করা উত্তর : ক. নিয়ম অমান্য করা পরবর্তী অংশ আগামী সংখ্যায়