জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান

প্রকাশ | ০৩ নভেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন: আবরণী টিসু্য কত প্রকারের? উত্তর: ৩ প্রকারের। প্রশ্ন: হৃদপিন্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত? উত্তর: বিশেষ ধরনের অনৈচ্ছিক টিসু্য দ্বারা। প্রশ্ন: ক্যানসার রোগ চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কোনটি? উত্তর: আইসোটোপ। প্রশ্ন: চযড়ঃড়ংুহঃযবংরং অর্থ কী? উত্তর: সালোক সংশ্লেষণ। প্রশ্ন: উদ্ভিদ ও প্রাণীর প্রোটোপস্নাজমের গঠন একই রকম, এর ধারণা কে দেন? উত্তর: ফন্টনা। প্রশ্ন: 'ক্রোমোজোম নৃত্য' কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়? উত্তর: অ্যানাফেজ। প্রশ্ন: নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয় কোন কোষ বিভাজন প্রক্রিয়ায়? উত্তর: মিয়োসিস। প্রশ্ন: যেসব ফুল পতঙ্গপরাগী এবং রাতে ফোটে; সেসব ফুলে কোনটি থাকে? উত্তর : তীব্র গন্ধ এবং সাদা পাপড়ি। প্রশ্ন: নীলাভ সবুজ শৈবালে কোন কোষ বিভাজন ঘটে? উত্তর:অ্যামাইটোসিস। প্রশ্ন: সপুষ্পক উদ্ভিদের পরাগধানীতে কোন বিভাজন ঘটে? উত্তর: মিয়োসিস। প্রশ্ন: ক্ষতস্থান পূরণ হয় কোন বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে? উত্তর: মিয়োসিস। প্রশ্ন: কোন অঙ্গাণুটির সংখ্যা দ্বিগুণ হতে থাকলে বংশধরদের মধ্যে আমূল পরিবর্তন ঘটবে? উত্তর: ক্রোমোজোম। প্রশ্ন: সবুজ ফল পাকলে রঙিন হয় কেন? উত্তর: জ্যান্থোফিল এর কারণে। প্রশ্ন: ফলের রং হলুদ হয় কি বেশি হলে? উত্তর: জ্যান্থোফিল বেশি হলে। প্রশ্ন: ফুলের পাপড়িতে বিভিন্ন বর্ণের জন্য কে দায়ী? উত্তর: ক্লোরোপস্নাস্ট। প্রশ্ন: ব্যাকটেরিয়া কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়? উত্তর: অ্যামাইটোসিস। প্রশ্ন: বটগাছের নিষিক্ত ডিম্বক কোথায় পাওয়া যায়? উত্তর: ফুলের গর্ভাশয়ে।