পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
অধ্যায়-৯ ৫৪. কোনটি সমাজের প্রতি আমাদের দায়িত্বের অবহেলা? ক. নিয়ম মানা খ. সম্পদ সংরক্ষণ গ. সহযোগিতা করা ঘ. অন্যের ক্ষতি করা উত্তর :ঘ. অন্যের ক্ষতি করা ৫৫. রাস্তায় চলার সময় আমাদের কী করা উচিত নয়? ক. জেব্রাক্রসিং ব্যবহার খ. ওভারব্রিজ ব্যবহার গ. ফুটপাত ব্যবহার ঘ. রাস্তার মাঝ দিয়ে হাঁটা উত্তর : ঘ. রাস্তার মাঝ দিয়ে হাঁটা ৫৬. নিচের কোন কাজটি করা তোমার জন্য ঝুঁকিপূর্ণ? ক. আচার খাওয়া খ. অপরিচিত লোকের কাছ থেকে কিছু খাওয়া গ. শ্রেণিকক্ষে বসে টিফিন খাওয়া ঘ. খাবারের দোকানে বসে কিছু খাওয়া উত্তর : খ. অপরিচিত লোকের কাছ থেকে কিছু খাওয়া ৫৭. আমাদের দেশে সর্বনিম্ন কত বছর বয়সের নাগরিক ভোট দিতে পারে? ক. ১৮ খ. ২০ গ. ২২ ঘ. ২৪ উত্তর :ক. ১৮ ৫৮. রাজনৈতিক অধিকার কোনটি? ক. শিক্ষার অধিকার খ. সম্পদের অধিকার গ. ভোটের অধিকার ঘ. উপরের সবগুলো উত্তর :গ. ভোটের অধিকার ৫৯. নাগরিকদের ওপর কী আরোপ করে রাষ্ট্র অর্থ সংগ্রহ করে? ক. শক্তি খ. আইন গ. শান্তি ঘ. কর উত্তর :ঘ. কর ৬০. সরকারের আয়ের অন্যতম উৎস কী? ক. বৈদেশিক ঋণ খ. কর গ. ব্যাংক লোন ঘ. জনগণের চাঁদা উত্তর :খ. কর ৬১. দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য কী আছে? ক. পুলিশ বাহিনী খ. সেনাবাহিনী গ. নিয়মকানুন ঘ. আইনকানুন উত্তর :ঘ. আইনকানুন ৬২. কোনটি সমাজের সম্পদ? ক. পাহাড় খ. সমুদ্র গ. বায়ু ঘ. পার্ক উত্তর :ঘ. পার্ক ৬৩. কোনটি সমাজের প্রতি আমাদের দায়িত্বের অবহেলা? ক. নিয়ম মানা খ. সম্পদ সংরক্ষণ গ. নিয়ম ভাঙা ঘ. সম্পদ সংগ্রহ উত্তর : গ. নিয়ম ভাঙা ৬৪. নাগরিক হিসেবে আমাদের কর্তব্য নয় কোনটি? ক. ভোট দান খ. নিয়মিত কর প্রদান গ. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা ঘ. গোপনে অন্য রাষ্ট্রের পক্ষে কাজ করা উত্তর : ঘ. গোপনে অন্য রাষ্ট্রের পক্ষে কাজ করা ৬৫. কোনটিকে সুন্দর ও সুশৃঙ্খল রাখা আমাদের সবার দায়িত্ব? ক. পরিবারকে খ. সমাজকে গ. রাষ্ট্রকে ঘ. সরকারকে উত্তর :খ. সমাজকে ৬৬. রাস্তায় কীভাবে দুর্ঘটনা ঘটতে পারে? ক. ট্রাফিক আইন মেনে চললে খ. রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিলে গ. জেব্রাক্রসিং ব্যবহার করলে ঘ. ওভারব্রিজ ব্যবহার করলে উত্তর : খ. রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিলে ৬৭. সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বাবা-মার দায়িত্ব ও কর্তব্য কী? ক. আইন মেনে চলা খ. সন্তানদের শিক্ষালাভের সুযোগ প্রদান করা গ. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা ঘ. নিয়মিত কর প্রদান উত্তর : খ. সন্তানদের শিক্ষালাভের সুযোগ প্রদান করা ৬৮. নিজ ধর্মের অনুষ্ঠান উৎসব পালন করা কোন ধরনের অধিকার? ক. রাষ্ট্রীয় অধিকার খ. পারিবারিক অধিকার গ. সামাজিক অধিকার ঘ. মৌলিক অধিকার উত্তর : গ. সামাজিক অধিকার ৬৯. নিচের কোনটি সামাজিক সম্পদ নয়? ক. রাস্তাঘাট খ. যানবাহন গ. গাছপালা ঘ. ঘরবাড়ি উত্তর : ঘ. ঘরবাড়ি ৭০. দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সরকার কী করে? ক. কর ধার্য করে খ. আইনকানুন প্রণয়ন করে গ. কর্মচারী নিয়োগ দেয় ঘ. নির্বাচন পরিচালনা করে উত্তর : খ. আইনকানুন প্রণয়ন করে ৭১. সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখার দায়িত্ব কাদের? ক. দেশের নেতাদের খ. সাধারণ মানুষের গ. আমাদের সবার ঘ. রাষ্ট্রের উত্তর : গ. আমাদের সবার