জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ২১ মে ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম-
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো প্রথম অধ্যায় ৮। জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কী ছিল? (ক) মার্কিন কনসার্ট (খ) বাংলাদেশ কনসার্ট (গ) স্বাধীন বাংলা কনসার্ট (ঘ) স্বাধীনতা কনসার্ট সঠিক উত্তর : (খ) বাংলাদেশ কনসার্ট ৯। মুক্তিবাহিনীর প্রধান সেনাপ্রতি কে ছিলেন? (ক) কর্নেল এমএজি ওসমানী (খ) মেজর জিয়াউর রহমান (গ) মেজর খালেদ মোশাররফ (ঘ) গ্রম্নপ ক্যাপ্টেন এ কে খন্দকার সঠিক উত্তর : (ক) কর্নেল এমএজি ওসমানী ১০। পাকিস্তান সরকারকে ক্ষমতা হস্তান্তরে বাধ্য করার জন্য আওয়ামী লীগের সাথে অংশ নিয়েছিল- (র) ছাত্রসমাজ (রর) শিক্ষক শ্রেণি (ররর) পেশাজীবী ও শ্রমজীবী মানুষ নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ১১। 'ক্র্যাক পস্নাটুন' হলো? (ক) গেরিলা দল (খ) বিশেষ বাহিনী (গ) নৌ কমান্ডো ঘ) বিমান কমান্ডো সঠিক উত্তর : (ক) গেরিলা দল ১২। স্বাধীনতা যুদ্ধে ১১টি সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার ৬ নম্বর সেক্টরটি ছিল- (র) রংপুর জেলা (রর) দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল (ররর) দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা নিচের কোনটি সঠিক (ক) র ও ররর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও ররর \হ ১৩। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আশ্রয় দেয়া হয়- (র) পাকিস্তানি প্রশাসনিক কর্মকর্তাদের (রর) বিদেশি নাগরিকদের (ররর) ঢাকাস্থ কূটনীতিকদের নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (গ) রর ও ররর ১৪। মুজিবনগর সরকারের কার্যক্রম প্রধানত কয়ভাগে বিভক্ত ছিল? (ক) ২ ভাগে (খ) ৩ ভাগে (গ) ৪ ভাগে (ঘ) ৫ ভাগে সঠিক উত্তর : (ক) ২ ভাগে ১৫। স্বাধীন বাংলা বিপস্নবী বেতার কেন্দ্রর পূর্ব নাম - (ক) ঢাকা সম্প্রচার কেন্দ্র (খ) চট্টগ্রাম সম্প্রচার কেন্দ্র (গ) আকাশবাণী সম্প্রচার কেন্দ্র (ঘ) কালুরঘাট সম্প্রচার কেন্দ্র সঠিক উত্তর : (ঘ) কালুরঘাট সম্প্রচার কেন্দ্র ১৬। মুজিবনগর সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে বিশেষ দূত নিয়োগ করার কারণ- (র) অস্ত্র সংগ্রহ (রর) যুদ্ধের পক্ষে জনমত গঠন (ররর) বিদেশিদের সমর্থন আদায় নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (খ) রর ও ররর ১৭। ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে কত হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়? (ক) ৪ থেকে ৫ হাজার (খ) ৫ থেকে ৬ হাজার (গ) ৬ থেকে ৭ হাজার (ঘ) ৭ থেকে ৮ হাজার সঠিক উত্তর : (ঘ) ৭ থেকে ৮ হাজার