ইউআইইউতে নবীনবরণ

প্রকাশ | ২১ মে ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সামার-২০১৯ এর আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নবীনবরণ ১৭ মে অনুষ্ঠিত হয়েছে। স্কুল অব বিজনেজ অ্যান্ড ইকোনমিক্স ও স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেন। ইউআইইউ উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউআইইউর সাবেক উপাচার্য ও ইনস্টিটিউট ফর অ্যাডভ্যান্সড রিসার্চের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. এম রিজওয়ান খান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ইনোভেশন ও গবেষণায় মনোযোগ দেয়ার পরামর্শ দেন। এ ছাড়া অভিভাবকদের প্রতি সন্তানের দিকে বিশেষ নজর দেয়ার আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এ এস এম সালাহউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধানরা, ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।