পাবিপ্রবিতে বিশ্ব নগর পরিকল্পনা দিবস উদযাপন

প্রকাশ | ১০ নভেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালন করেছে। এ উপলক্ষে ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়ালের উপস্থিতিতে এক শোভাযাত্রা বের হয়। 'সমগ্র দেশের পরিকল্পনা করি, বৈষম্যহীন সুষম বাংলাদেশ গড়ি' এই স্স্নোগানকে সামনে রেখে দিবসটি পালন করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চেয়ারম্যান মো. কামরুল হাসান এবং বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থী। উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল বলেন, বড় শহরগুলোকে আমাদের সঠিক পরিকল্পনামাফিক সাজাতে হবে। নাগরিক সুবিধা বৃদ্ধি করতে হবে। প্রতিটি শহরকে বসবাসের যোগ্য করে গড়ে তুলে সৌন্দর্যকে ধরে রাখতে হবে।