৭ম শ্রেণির পড়াশোনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ | ২৩ মে ২০১৯, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা
ই-মেইলের ব্যবহার -
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো অধ্যায়-১ ৯. ঘূর্ণিঝড় সম্পর্কে তাৎক্ষণিক খবর পেতে আমরা কোন প্রযুক্তি ব্যবহার করব? ক. রেডিও খ. টেলিভিশন গ. বুক-রিডার ঘ. ইন্টারনেট সঠিক উত্তর: ঘ. ইন্টারনেট ১০. ঘরে বসে বই কেনার অর্ডার দেওয়া যায় কিসের মাধ্যমে? ক. রেডিও খ. টেলিভিশন গ. বুক-রিডার ঘ. ইন্টারনেট সঠিক উত্তর: ঘ. ইন্টারনেট ১১. অ্যালার্ম, ডেস্ক ক্যালেন্ডার প্রভৃতি সুবিধা আমরা কোন যন্ত্রের সাহায্যে পেতে পারি? ক. মোবাইল খ. রেডিও গ. বুক-রিডার ঘ. ইন্টারনেট সঠিক উত্তর: ক. মোবাইল ১২. দৈনিক জীবনে আমরা প্রতি মুহূর্তে কী ব্যবহার করি? ক. সামাজিক প্রযুক্তি খ. যোগাযোগ প্রযুক্তি গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ঘ. তথ্যপ্রযুক্তি সঠিক উত্তর: গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১৩. ই-মেইল ব্যবহার করে কী করা যায়? ক. গান শোনা যায় খ. ছবি আঁকা যায় গ. চিঠিপত্রের উত্তর দেওয়া যায় ঘ. বই পড়া যায় সঠিক উত্তর: গ. চিঠিপত্রের উত্তর দেওয়া যায় ১৪. কোন যানবাহনটি চালক ছাড়াই চালানো সম্ভব হচ্ছে? ক. প্রাইভেট কার খ. উড়োজাহাজ গ. মোটরবাইক ঘ. জাহাজ সঠিক উত্তর: খ. উড়োজাহাজ অধ্যায়-২ ১. ১ গিগাবাইট সমান কত বিট? ক. ৮ বিট খ. ১০২৪-১০২৪ বিট গ. ১০০০ বিট ঘ. ৬৪ বিট সঠিক উত্তর: খ. ১০২৪-১০২৪ বিট ২. ১ টেরাবাইট সমান কত বাইট? ক. ৮ বাইট খ. ১০২৪ী১০২৪ী১০২৪ী১০২৪ বাইট গ. ১০০০ বাইট ঘ. ৬৪. বাইট সঠিক উত্তর: খ. ১০২৪ী১০২৪ী১০২৪ী১০২৪ বাইট