প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি প্রাথমিক বিজ্ঞান

প্রকাশ | ২৩ মে ২০১৯, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান থেকে কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর দেয়া হলো[ াদ্বিতীয় অধ্যায় প্রশ্ন. শব্দ দূষণ কী? শব্দ দূষণের ৪টি কারণ লেখ। উত্তর : হঠাৎ উচ্চ আওয়াজ, গোলমাল বা বিভিন্ন উচ্চমাত্রায় শব্দের কারণে মানুষের মানসিক ও শারীরিক সমস্যা সৃষ্টি হয়। শব্দের এ আধিক্যই শব্দ দূষণ নামে পরিচিত। শব্দ দূষণের ৪টি কারণ নিচে দেয়া হলো- ১. উচ্চৈঃস্বরে মাইক বাজানো। ২. বিনা প্রয়োজনে গাড়ির হর্ন বাজানো। ৩. যানবাহন, পেস্নন বা লঞ্চের শব্দ। ৪. শিল্পকারখানার শব্দ। প্রশ্ন. পরিবেশ দূষণ কী? কিভাবে বায়ু দূষণ ঘটে তা ৩টি বাক্যে বর্ণনা কর। উত্তর : আমাদের চারপাশের পরিবেশকে আমরা নানাভাবে ব্যবহার করি, যার ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে। এসব পরিবর্তন যখন আমাদের জন্য ক্ষতির কারণ হয় তখন তাকে পরিবেশ দূষণ বলে। নিম্নলিখিত উপায়ে বায়ু দূষণ ঘটে থাকে- ১. অপরিকল্পিতভাবে ঘরবাড়ি নির্মাণ, শিল্পকারখানা স্থাপন, যানবাহন চালানো, ইটের ভাটায় ইট পোড়ানো ইত্যাদি কারণে বায়ু দূষিত হয়। ২. ঘনবসতি এলাকায় আবর্জনা ও মলমূত্র নিষ্কাশনের তেমন কোনো ব্যবস্থাপনা না থাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়ে বায়ুতে মিশে বায়ু দূষণ ঘটায়। ৩. জমিতে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ছিটানোর সময় রাসায়নিক উপাদান বায়ুর সঙ্গে মিশে বায়ু দূষিত করে। তৃতীয় অধ্যায় প্রশ্ন. তোমাদের বাড়ির পুকুরের পানি দূষিত হলে পরিবারের ওপর কী প্রভাব পড়বে? ৫টি বাক্যে লেখ। উত্তর : আমাদের বাড়ির পুকুরের পানি দূষিত হলে আমাদের পরিবারের ওপর নিচের প্রভাবগুলো পড়বে- ১. পরিবারের সদস্যদের কলেরা, আমাশয়, ডায়রিয়াসহ বিভিন্ন পেটের পীড়া দেখা দিতে পারে। ২. চর্মরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকবে। ৩. গোসল করতে সমস্যা হবে। ৪. থালা-বাসন ধুতে সমস্যা হবে। ৫. কাপড় কাচতে বা ধুতে সমস্যা হবে।