জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

প্রকাশ | ২৪ মে ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
মুক্তিযুদ্ধের প্রেরণা-
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো দ্বিতীয় অধ্যায় ৩৮। রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী? (ক) সোহরাওয়ার্দী উদ্যান (খ) গণ উদ্যান (গ) ভাসানী উদ্যান (ঘ) শিশু উদ্যান সঠিক উত্তর : (ক) সোহরাওয়ার্দী উদ্যান ৩৯। বাংলাদেশের জাতীয় পতাকা মুক্তিযুদ্ধে কী হিসেবে কাজ করেছে? (ক) প্রেরণা (খ) স্বাধীন ইচ্ছা (গ) দাবি (ঘ) সাহস সঠিক উত্তর : (ক) প্রেরণা ৪০। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতটি ইতিহাসে স্মরণীয়- \হ(র) পাকিস্তানিদের হটিয়ে দেয়ার জন্য (রর) বহু বাঙালিকে নির্বিচারে হত্যার জন্য (ররর) বাঙালির ওপর পাকিস্তানিদের ধ্বংসযজ্ঞ চালানোর জন্য। নিচের কোনটি সঠিক (ক) রর ও ররর (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর সঠিক উত্তর : (ক) রর ও ররর ৪১। ১৯৭১ সালের ৭ মার্চ আওয়মী লীগ রেসকোর্স ময়দানে কেন জনসভার আয়োজন করেছিল? (ক) কোর্ট-কাচারি,অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার জন্য (খ) পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য (গ) বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার জন্য (ঘ) বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার জন্য সঠিক উত্তর : (ঘ) বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার জন্য ৪২। অপারেশন সার্চলাইট অনুযায়ী হানাদার সৈন্যদের প্রাথমিক দায়িত্ব ছিল- (র) ঢাকা শহরের যাতায়াত ব্যবস্থা নিয়ন্ত্রণ করা (রর) বঙ্গবন্ধুকে গ্রেফতার করা (ররর) টেলিফোন এক্সচেঞ্জ, রেডিও-টেলিভিশন নিয়ন্ত্রণ করা (ক) র ও ররর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র,রর ও ররর ৪৩। 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম'- বঙ্গবন্ধুর এই উক্তিটির মাধ্যমে ফুটে উঠেছে- (র) বাংলার জনগণের মুক্তির ডাক (রর) পাকিস্তানিদের শাসন-শোষণকে জোরদার করার ডাক (ররর) বাংলার স্বাধীনতা অর্জনের আহ্বান নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর সঠিক উত্তর : (গ) র ও ররর