জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ২৪ মে ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
এরিস্টটল
প্রশ্ন : গুপ্ত বংশের রাজত্বকাল স্থায়ী হয়েছিল? উত্তর : ৩২০-৫৫০ খ্রিঃ প্রশ্ন : গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা কে ছিলেন? উত্তর : ১ম চন্দ্রগুপ্ত। প্রশ্ন : ১ম চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? উত্তর : রাজাধিরাজ। প্রশ্ন : সমুদ্রগুপ্ত কখন সিংহাসনে আরোহণ করেছিল? উত্তর : ৩৩৫ খ্রিঃ। প্রশ্ন : সমুদ্রগুপ্ত কত বছর রাজ্য শাসন করেন? উত্তর : ৪৫ বছর (৩৮০ খ্রিঃ পর্যন্ত)। প্রশ্ন : সমুদ্রগুপ্তের পিতা কে ছিলেন? উত্তর : ১ম চন্দ্রগুপ্ত। প্রশ্ন : মহাকবি কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন? উত্তর : ২য় চন্দ্রগুপ্ত। প্রশ্ন : ২য় চন্দ্রগুপ্ত-এর রাজত্বকাল ছিল? উত্তর : ৩৮০-৪১৩ খ্রিঃ প্রশ্ন : কখন সম্রাট আলেকজান্ডার ভারতবর্ষে আগমন করেন? উত্তর : খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে। প্রশ্ন : আলেকজান্ডারের গৃহ শিক্ষক কে ছিলেন? উত্তর : এরিস্টটল।