ফেনী ইউনিভার্সিটি কর্মশালা

প্রকাশ | ২৪ মে ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
ফেনী ইউনিভার্সিটির শিক্ষার গুণগতমান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলে মনে করেন উপাচার্য, বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ। উচ্চশিক্ষার গুণগতমান উন্নয়ন, প্রতিষ্ঠানের শিক্ষাগত ও প্রশাসনিক কর্মকান্ডে উন্নয়নের লক্ষ্যমাত্রা এবং সূচক নির্ধারণে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উলেস্নখ করেন তিনি। ২১ মে বিশ্ববিদ্যালয়ের হল রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের প্রথম কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডা. এএসএম তবারক উল্যাহ চৌধুরী বায়োজিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার আবদুর রইস কায়জার, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও বিশিষ্ট শিক্ষাবিধ প্রফেসর তায়বুল হক ও রেজিস্ট্রার এএসএম আবুল খায়ের।