টানা ১৯ দিনের ছুটিতে হাবিপ্রবি

প্রকাশ | ২৫ মে ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) রমজান ও ঈদুল ফিতরসহ গ্রীষ্মকালীন টানা ১৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ২৩ মে বিশ্ববিদ্যালয়ের শেষ কর্মদিবসের পর থেকে এ ছুটি শুরু হয়েছে। হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি শিকদার জানান, রমজান ও ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটিসহ টানা ১৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের শেষ কর্মদিবস। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে শিক্ষার্থীরা বাড়ি যেতে শুরু করেছেন। আগামী ১১ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। তাই ১০ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে নিজ নিজ আবাসিক হলগুলোতে আসতে হবে। বিশ্ববিদ্যালয় ছুটি হলে আবাসিক হলগুলো ফাঁকা হয়ে যাবে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।