বান্দরবানে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন

প্রকাশ | ২৫ মে ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
২২ মে বান্দরবানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সোলারচালিত মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বান্দরবান অরুণ সারকী টাউন হলে শিক্ষা মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং এটুআইয়ের যৌথ উদ্যোগে 'শিক্ষার জন্য আলো' কার্যক্রমের অধীনে সোলারচালিত এ মাল্টিমিডিয়া ক্লাসররুমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, সচিব মেজবাহুল ইসলাম, এটুআই প্রকল্পের পরিচালক মোস্তাফিজুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সুদত্ত চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক (ডিসি) দাউদুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নোমান হোসেন প্রিন্স প্রমুখ। এ ছাড়া বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। পরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে সোলারচালিত মাল্টিমিডিয়া লাইট বিতরণ করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।