জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য কতজন বিডিআর সদস্য বীরশ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হন? উত্তর : ২ প্রশ্ন : বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের ফুল বেঞ্চ কয়জন বিচারপতি নিয়ে গঠিত হয়? উত্তর : ১১ জন প্রশ্ন : কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা গ্রন্থ? উত্তর : বনফুল প্রশ্ন : শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল মৃতু্যবরণ করেন- উত্তর : ৮ এপ্রিল ১৯৭০ প্রশ্ন : কাজী নজরুলের 'ধূমকেতু' কবে প্রথম প্রকাশিত হয়? উত্তর : ১৯২২ প্রশ্ন : বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? উত্তর : ১০ : ৬ প্রশ্ন : একুশে পদক কোন সালে চালু হয়? উত্তর : ১৯৭৬ প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ্তুঝঃড়ঢ় এবহড়পরফব্থ পরিচালক- উত্তর : জহির রায়হান প্রশ্ন : রাষ্ট্রপতি হতে কমপক্ষে কত বছর বয়স হতে হয়? উত্তর : ৩৫ বছর প্রশ্ন : পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে? উত্তর : ধর্মপাল প্রশ্ন : বাংলা ভাষায় বাংলাদেশের প্রথম মহিলা কবির নাম কি? উত্তর : চন্দ্রাবতী প্রশ্ন : কাকে গ্রিকদের ফার্টিলিটির দেবী ধরা হয়? উত্তর : অ্যাজটেক প্রশ্ন : বাংলাদেশের সংসদ ভবনের স্থপতি কে? উত্তর : লুইকান প্রশ্ন : বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কবে? উত্তর : ৪ মার্চ ১৯৭২ প্রশ্ন :মোঘল আমলে প্রাদেশিক রাজধানীর দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তিকারী প্রধান বিচারপতির উপাধি কোনটি ছিল? উত্তর : মুসলিম ওলামা প্রশ্ন : কে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন? উত্তর : পাস্তুর