৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা

বাংলা দ্বিতীয় পত্র

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
ধ্বনি, বর্ণ, সন্ধি ৬. জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কী বলে? ক. সম্মুখ স্বরধ্বনি খ. মধ্য-স্বরধ্বনি গ. পশ্চাৎ স্বরধ্বনি ঘ. নিম্ন-স্বরধ্বনি সঠিক উত্তর : ক. সম্মুখ স্বরধ্বনি ৭. জিভ স্বাভাবিক অবস্থায় থেকে অর্থাৎ সামনে কিংবা পেছনে না সরে যেসব স্বরধ্বনি উচ্চারিত হয়, সেগুলোকে কী বলে? ক. সম্মুখ স্বরধ্বনি খ. মধ্য-স্বরধ্বনি গ. পশ্চাৎ স্বরধ্বনি ঘ. নিম্ন-স্বরধ্বনি সঠিক উত্তর : খ. মধ্য-স্বরধ্বনি ৮. জিভ সবচেয়ে ওপরে তুলে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয়, তাকে কী বলে? ক. সম্মুখ স্বরধ্বনি খ. মধ্য-স্বরধ্বনি গ. পশ্চাৎ স্বরধ্বনি ঘ. নিম্ন-স্বরধ্বনি সঠিক উত্তর : গ. পশ্চাৎ স্বরধ্বনি ৯. জিভ সবচেয়ে ওপরে তুলে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয়, তাকে কী বলে? ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি খ. নিম্ন-স্বরধ্বনি গ. উচ্চ স্বরধ্বনি ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি সঠিক উত্তর : গ. উচ্চ স্বরধ্বনি ১০. জিভ সবচেয়ে নিচে অবস্থান করে যে স্বরধ্বনি উচ্চারিত হয়, তাকে কী বলে? ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি খ. নিম্ন-স্বরধ্বনি গ. উচ্চ-স্বরধ্বনি ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি সঠিক উত্তর : খ. নিম্ন-স্বরধ্বনি ১১. জিভ নিম্ন-স্বরধ্বনির তুলনায় ওপরে এবং উচ্চ-স্বরধ্বনির তুলনায় নিচে থেকে যে স্বরধ্বনি উচ্চারিত হয় হয়, তাকে কী বলে? ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি খ. নিম্ন-স্বরধ্বনি গ. উচ্চ স্বরধ্বনি ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি সঠিক উত্তর : ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি ১২. জিভ উচ্চ-মধ্য স্বরধ্বনির তুলনায় নিচে এবং নিম্ন-স্বরধ্বনি থেকে ওপরে উঠে যে স্বরধ্বনি উচ্চারিত হয়, তাকে কী বলে? ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি খ. নিম্ন-স্বরধ্বনি গ. মধ্য-স্বরধ্বনি ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি সঠিক উত্তর : ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি ১৩. ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোর উচ্চারণে কয় ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ সঠিক উত্তর : ক. ২ ১৪. যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোলাকৃত হয় সেই স্বরধ্বনিগুলোকে কী বলে? ক. গোলাকৃত স্বরধ্বনি খ. অগোলাকৃত স্বরধ্বনি গ. সংবৃত স্বরধ্বনি ঘ. বিবৃত স্বরধ্বনি সঠিক উত্তর : ক. গোলাকৃত স্বরধ্বনি ১৫. গোলাকৃত স্বরধ্বনি কোনটি? ক. অ খ. আ গ. ই ঘ. এ সঠিক উত্তর : ক. অ ১৬. যেসব স্বরধ্বনির উচ্চারণে ঠোঁট গোল না হয়ে বিস্তৃত অবস্থায় থাকে, সেগুলোকে কী বলে? ক. গোলাকৃত স্বরধ্বনি খ. অগোলাকৃত স্বরধ্বনি গ. সংবৃত স্বরধ্বনি ঘ. বিবৃত স্বরধ্বনি সঠিক উত্তর : খ. অগোলাকৃত স্বরধ্বনি