জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ২৭ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রশ্ন : কবে পাল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে? উত্তর : ১১২৪ খ্রিস্টাব্দে। প্রশ্ন : চন্দ্রবংশের শাসনকাল কত শতক পর্যন্ত বিস্তৃত ছিল? উত্তর : ১০ম- ১১শ শতক। প্রশ্ন : চন্দ্রবংশের প্রথম শক্তিশালী রাজা কে? উত্তর : ত্রৈলোক্যচন্দ্র। প্রশ্ন : ত্রৈলোক্যচন্দ্র আনুমানিক কত সময় রাজত্ব করেছেন? উত্তর : ৯০০-৯৩০ খ্রিঃ। প্রশ্ন : রমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ উপাধী কার ছিল? উত্তর : শ্রীচন্দ্রের। প্রশ্ন : শ্রীচন্দ্র কত সময় রাজত্ব করেছেন? উত্তর : ৯৩০-৯৭৫ খ্রিঃ। প্রশ্ন : চন্দ্রবংশের শাসনকাল কত শতক পর্যন্ত বিস্তৃত ছিল? উত্তর : ১০ম-১১শ শতক। প্রশ্ন : চন্দ্রবংশের প্রথম শক্তিশালী রাজা কে? উত্তর : ত্রৈলোক্যচন্দ্র। প্রশ্ন : ত্রৈলোক্যচন্দ্র আনুমানিক কত সময় রাজত্ব করেছেন? উত্তর : ৯০০-৯৩০ খ্রিঃ। প্রশ্ন : রমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ উপাধী কার ছিল? উত্তর : শ্রীচন্দ্রের। প্রশ্ন : শ্রীচন্দ্র কত সময় রাজত্ব করেছেন? উত্তর : ৯৩০-৯৭৫ খ্রিঃ।