৭ম শ্রেণির পড়াশোনা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা

প্রকাশ | ২৭ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
অধ্যায়-৩ ৭. ইন্টারনেট ব্যবহারে সতর্কবার্তা কোনটি? ক. পরিচিত মানুষকেও নিজের পাসওয়ার্ড দেওয়া যাবে না খ. অপরিচিত মানুষকে নিজের নাম বলা যাবে না গ. অপরিচিত মানুষকে নিজের নাম জানানো যাবে না ঘ. অপরিচিত মানুষকে নিজের নাম, ছবি ও পাসওয়ার্ড দেওয়া যাবে না সঠিক উত্তর: ঘ. অপরিচিত মানুষকে নিজের নাম, ছবি ও পাসওয়ার্ড দেওয়া যাবে না ৮. দেশ-বিদেশে মানুষের সঙ্গে কম খরচে দ্রম্নত যোগাযোগ করা যায়- র. ওয়েবসাইট ব্যবহার করে রর. ইন্টারনেট ব্যবহার করে ররর. মোবাইল ফোন ব্যবহার করে নিচের কোনটি সঠিক ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ক. র ও রর ৯. কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারী- র. অন্যের দৃষ্টির আড়াল হবে না রর. এমন জায়গায় বসবে, যাতে চেহারা দেখা যায় ররর. এমন জায়গায় বসবে, যাতে কম্পিউটারের স্ক্রিন দেখা যায় নিচের কোনটি সঠিক ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: খ. র ও ররর ১০. ওঅউ-এর পূর্ণরূপ কী? ক. ওহঃবৎহধঃরড়হধষ অফফরপঃরড়হ উরংড়ৎফবৎ খ. ওহঃবৎহবঃ অফফরপঃরড়হ উরংড়ৎফবৎ গ. ওহঃবৎহধষ অফফরপঃরড়হ উরংড়ৎফবৎ ঘ. ওহঃবৎহবঃ অফসরংংরড়হ উরংড়ৎফবৎ সঠিক উত্তর: খ. ওহঃবৎহবঃ অফফরপঃরড়হ উরংড়ৎফবৎ ১১. ওঅউ শব্দটি কোনটির সাথে সম্পর্কিত? ক. জুয়া খেলার নেশা খ. মাদক ব্যবহারের নেশা গ. বেশি কম্পিউটার ব্যবহারের নেশা ঘ. বেশি ইন্টারনেট ব্যবহারের নেশা সঠিক উত্তর: ঘ. বেশি ইন্টারনেট ব্যবহারের নেশা ১২. কেউ যদি অন্যের ওয়েবসাইটে ঢুকে কোনো কিছু নষ্ট করে তাকে বলে- ক. সাদা টুপি হ্যাকার খ. কালো টুপি হ্যাকার গ. হলুদ টুপি হ্যাকার ঘ. নীল টুপি হ্যাকার সঠিক উত্তর: খ. কালো টুপি হ্যাকার ১৩. গগঙ কী? ক. গধংঃবৎ সঁষঃরঢ়ষধুবৎ ড়হষরহব মধসব খ. গধংংরাবষু সঁষঃরঢ়ষধুবৎ ড়হষরহব মধসব গ. গঁঃঁধষ সঁষঃরঢ়ষধুবৎ ড়হষরহব মধসব ঘ. গড়ৎমধহ সঁষঃরঢ়ষধুবৎ ড়হষরহব মধসব সঠিক উত্তর: খ. গধংংরাবষু সঁষঃরঢ়ষধুবৎ ড়হষরহব মধসব ১৪. সামাজিক নেটওয়ার্কে কিসের আশঙ্কা থাকে না? ক. একে অন্যের বন্ধুত্ব হয়ে যাওয়ার খ. মানুষজনের অসামাজিক হয়ে যাওয়ার গ. একে অন্যের কাছে অপরিচিত হয়ে যাওয়ার ঘ. মানুষের জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সঠিক উত্তর: গ. একে অন্যের কাছে অপরিচিত হয়ে যাওয়ার ১৫. যখন কম্পিউটারে আসক্তি হয়- র. কাজকর্মে ক্ষতি হয় রর. লেখাপড়ায় সমস্যা হয় ররর. ঘুম বেশি হয় নিচের কোনটি সঠিক ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ক. র ও রর