নোবিপ্রবিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ
প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) 'সকলের জন্য নিরাপদ এবং সুরক্ষিত কাজের পরিবেশ নিশ্চিতকরণ' প্রতিপাদ্যকে সামনে রেখে অগ্নিনির্বাপণ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ৫ ডিসেম্বর উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার (প্রশাসনিক) ড. মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন। নোবিপ্রবি বস্নাড ব্রিগেডের সভাপতি রাকিব রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মেডিকেল সেন্টারের চিকিৎসক ও কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নোবিপ্রবি মেডিকেল সেন্টার আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের ৫০ জন শিক্ষার্থী ও আবাসিক হলে কর্মরত ২০ জন কর্মচারী অংশ নিয়েছেন। কর্মসূচি আয়োজনে সহযোগিতা করে নোবিপ্রবি বস্নাড ব্রিগেড। প্রশিক্ষণ কার্যক্রমের সহায়তায় রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নোয়াখালী এবং স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর নোয়াখালী মেডিকেল কলেজ ইউনিট।