সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন :বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে দেশের বৃহৎ কয়লাভিত্তিক বিদু্যৎ কেন্দ্র নির্মাণে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় কবে? উত্তর : ১৯ মার্চ ২০১৪। প্রশ্ন :ইঈচঈখ কবে প্রতিষ্ঠা করা হয়? উত্তর : ১ অক্টোবর ২০১৪ সালে। প্রশ্ন :ইঈচঈখ নবায়ণযোগ্য জ্বালানি গঠনের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় কবে? উত্তর : ২৭ আগস্ট ২০১৯। প্রশ্ন : ইঈচঈখ নবায়ণযোগ্য জ্বালানি থেকে কত মেগাওয়াট বিদু্যৎ উৎপাদন করবে? উত্তর : ৫০০ মেগাওয়াট। প্রশ্ন : পায়রা তাপবিদু্যৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় কবে? উত্তর : ৩০ মার্চ ২০১৬। প্রশ্ন :পায়রা তাপবিদু্যৎ কেন্দ্রের বিদু্যৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয় কবে? উত্তর :১৩ জানুয়ারি ২০২০। প্রশ্ন : আমদানি করা কয়লা দিয়ে চালু হওয়া দেশের প্রথম বিদু্যৎ কেন্দ্র কোনটি? উত্তর : পায়রা তাপবিদু্যৎ কেন্দ্র। প্রশ্ন : পায়রা তাপবিদু্যৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় কত? উত্তর : ২.৪ বিলিয়ন ডলার। প্রশ্ন : বর্তমানে দেশে কয়লাখনি কতটি? উত্তর : ৫টি। প্রশ্ন : প্রাকৃতিক গ্যাসের কত ভাগ বিদু্যৎ উৎপাদনে ব্যবহৃত হয়? উত্তর : ৪৬.৬৩ ভাগ। প্রশ্ন : প্রাকৃতিক গ্যাসের কত ভাগ সার কারখানায় ব্যবহৃত হয়? উত্তর : ২১.৭ ভাগ। প্রশ্ন :প্রধান তেল ক্ষেত্রটি কোথায় অবস্থিত? উত্তর : গোয়ানঘাটের হরিপুরে। প্রশ্ন : দ্বিতীয় তেলক্ষেত্রটি কোথায় আবিষ্কার হয়েছে? উত্তর :মৌলভীবাজার জেলার বরমচলে। প্রশ্ন :কোথায় গন্ধক পাওয়া গেছে? উত্তর :চট্টগ্রামের কুতুবদিয়ায়। প্রশ্ন :কোথায় ইউরেনিয়াম পাওয়া গেছে? উত্তর :মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়ে। প্রশ্ন :কত সালে ইউরেনিয়াম পাওয়া গেছে? উত্তর :১৯৯৪ সালে। প্রশ্ন :বাংলাদেশের মাটিতে কিসের আধিক্য দেখা যায়? উত্তর :অ্যালুমিনিয়াম। প্রশ্ন :হীরক ও স্বর্ণ প্রাপ্তির সম্ভাবনা আছে কোথায়? উত্তর : বড় পুকুরিয়ায়। প্রশ্ন : বড় পুকুরিয়া কয়লাখনি কত সালে আবিষ্কার হয়? উত্তর : ১৯৮৫ সালে।