বুটেক্সে ন্যাশনাল টেক্সটাইল অলিম্পিয়াড অনুষ্ঠিত

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে ন্যাশনাল টেক্সটাইল অলিম্পিয়াড ২.০ অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে দেশের ৩৫টি ক্যাম্পাসের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেক্সটাইল প্রকৌশলীরা এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ক্লাব মডারেটর এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। ন্যাশনাল টেক্সটাইল অলিম্পিয়াড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ পস্ন্যাটফর্ম। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত হওয়া এবং বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে চলার সুযোগ করে দেয়। এবার প্রায় ৭০০ এর অধিক শিক্ষার্থী বিভিন্ন ক্যাম্পাস থেকে আবেদন করেন। এই অলিম্পিয়াডকে সফল করতে বিভিন্ন ক্যাম্পাস থেকে প্রায় ৭০ জন শিক্ষার্থী ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের মধ্য থেকে ১০ জনকে শ্রেষ্ঠ ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।