জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : জার্মানি এর প্রাচীন নাম কী? উত্তর : ডায়েচল্যান্ড। প্রশ্ন : সুরিনাম এর প্রাচীন নাম কী? উত্তর : ডাচ গিয়ানা। প্রশ্ন : ইন্দোনেশিয়া এর প্রাচীন নাম কী? উত্তর : ডাচ পূর্ব ভারতীয় দীপপুঞ্জ। প্রশ্ন : লিবিয়া এর প্রাচীন নাম কী? উত্তর : ত্রিপোলি। প্রশ্ন : নামিবিয়ার প্রাচীন নাম কী? উত্তর : দক্ষিণ-পশ্চিম আফ্রিকা। প্রশ্ন : জিম্বাবুয়ের প্রাচীন নাম কী? উত্তর : দক্ষিণ রেডেশিয়া। প্রশ্ন : বেনিন এর প্রাচীন নাম কী? উত্তর : দাহমি। প্রশ্ন : পশ্চিম ইরিয়ান এর প্রাচীন নাম কী? উত্তর : নিউগিনি। প্রশ্ন : ভানুয়াতু এর প্রাচীন নাম কী? উত্তর : নিউ হেব্রাইডিজ। প্রশ্ন : জাপান এর প্রাচীন নাম কী? উত্তর : নিপ্পন। প্রশ্ন : মালাবি এর প্রাচীন নাম কী? উত্তর : নিয়াসল্যান্ড। প্রশ্ন :অ্যাঈোলা এর প্রাচীন নাম কী? উত্তর : পশ্চিম আফ্রিকা। প্রশ্ন :সামোয়া এর প্রাচীন নাম কী? উত্তর :পশ্চিম সামোয়া। প্রশ্ন : ইরানের প্রাচীন নাম কী? উত্তর : পারস্য। প্রশ্ন : বেইজিংয়ের প্রাচীন নাম কী? উত্তর : পিকিং। প্রশ্ন :লেলিনগ্রাদ এর প্রাচীন নাম কী? উত্তর : পেট্রোগ্রাদ। প্রশ্ন : পোল্যান্ডের প্রাচীন নাম কী? উত্তর : পেলাস্কা। প্রশ্ন : বাংলাদেশের প্রাচীন নাম কী? উত্তর : পূর্ব পাকিস্তান। প্রশ্ন : তাইওয়ানের প্রাচীন নাম কী? উত্তর : ফরমোজা। প্রশ্ন : মিয়ানমারের প্রাচীন নাম কী? উত্তর : বার্মা। প্রশ্ন : ইয়াংগুনের প্রাচীন নাম কী? উত্তর : রেগুন। প্রশ্ন : লেসোথব এর প্রাচীন নাম কী? উত্তর : বাসুতোল্যান্ড। প্রশ্ন : গায়ানা এর প্রাচীন নাম কী? উত্তর : ব্রিটিশ গিয়ানা। প্রশ্ন :বেলিজ এর প্রাচীন নাম কী? উত্তর : ব্রিটিশ হন্ডুরাস। প্রশ্ন : কর্ণাটকের প্রাচীন নাম কী? উত্তর : মহিশুর। প্রশ্ন : চেন্নাইয়ের প্রাচীন নাম কী? উত্তর : মাদ্রাজ। প্রশ্ন : মুম্বাইয়ের প্রাচীন নাম কী? উত্তর : বোম্বাই।