৫৮. ইতিবাচক মূল্যবোধ কোন ধরনের মূল্যবোধ?
ক) সাধারণ খ) আচরণগত
গ) গুরুত্বভিত্তিক ঘ) কার্যকারিতাভিত্তিক
উত্তর : খ) আচরণগত
৫৯. সামাজিক মূল্যবোধ কোন ধরনের মূল্যবোধের অন্তর্ভুক্ত?
ক) কার্যকারিতাভিত্তিক খ) আচরণগত
গ) সাধারণ ঘ) গুরুত্বভিত্তিক
উত্তর : গ) সাধারণ
৬০. সমাজকর্ম মূল্যবোধের ভিত্তি কয়টি?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
উত্তর : গ) ৪টি
৬১. মানবতাবোধ দিয়ে কিসের ভিত্তি রচিত হয়?
ক) সমাজকর্ম মূল্যবোধের খ) চরম মূল্যবোধের
গ) সামাজিক মূল্যবোধের ঘ) গণতান্ত্রিক মূল্যবোধের
উত্তর : ক) সমাজকর্ম মূল্যবোধের
৬২. আচরণগত ভিত্তিতে মূল্যবোধের যে ভাগ লক্ষ্য করা যায়-
র. মুখ্য মূল্যবোধ
রর. ইতিবাচক মূল্যবোধ
ররর. নৈতিক মূল্যবোধ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : খ) রর ও ররর
৬৩. সব সমাজের মূল্যবোধ-
ক) অভিন্ন থাকে খ) পার্থক্য থাকে না
গ) পার্থক্য হয় ঘ) একই থাকে
উত্তর : গ) পার্থক্য হয়
৬৪. বৃত্তি পেশা নয় কেন?
ক) বিশেষ জ্ঞান ও যোগ্যতার অভাব বলে
খ) ভালো বেতন নেই বলে
গ) শারীরিক শ্রমের প্রয়োজন নেই বলে
ঘ) বুদ্ধিভিত্তিক শ্রমের প্রয়োজন বেশি বলে
উত্তর : ক) বিশেষ জ্ঞান ও যোগ্যতার অভাব বলে
৬৫. 'এমন কিছু যা স্বাভাবিকভাবে মূল্যবান বা আকাঙ্ক্ষিত তাই মূল্যবোধ।'- সংজ্ঞাটি কার?
ক) মরেলেস এবং শেফার খ) এম স্পেন্সার
গ) ওয়েবস্টার ঘ) আর এ স্কিডমোর
উত্তর :গ) ওয়েবস্টার
৬৬. ব্যক্তি মর্যাদার-স্বনির্ভরতা অর্জন-শ্রমের মর্যাদা এগুলো স্বীকৃত কোথায়?
ক) সমাজের নিয়ম-নীতিতে খ) সমাজকর্ম মূল্যবোধে
গ) মানুষের স্বাধীনতায় ঘ) সমবায় প্রকল্পে
উত্তর : খ) সমাজকর্ম মূল্যবোধে
৬৭. বর্তমান বিশ্বে সমাজকর্ম একটি পেশা হিসেবে স্বীকৃত হওয়ার পেছনে যৌক্তিক কারণ কোনটি?
ক) পেশার সব বৈশিষ্ট্য বিদ্যমান বলে
খ) এটি একটি উত্তম পেশা বলে
গ) সমাজকর্মীদের সামাজিক মর্যাদা আছে বলে
ঘ) এটি সমাজ নিয়ে কাজ করে বলে
উত্তর : ক) পেশার সব বৈশিষ্ট্য বিদ্যমান বলে
৬৮. 'ঝড়পরধষ ড়িৎশ : অ ঢ়ৎড়ভবংংরড়হ ড়ভ সধহু ভধপবং' গ্রন্থটি কার লেখা?
ক) ড অ ঋৎরবফষধহফবৎ খ) ডরষনবৎঃ ঊ.গড়ড়ৎব
গ) গড়ৎধষং ধহফ ঝযবধভড়ৎ ঘ) জড়নবৎঃ খ ইধৎশবৎ
উত্তর : গ) গড়ৎধষং ধহফ ঝযবধভড়ৎ
৬৯. বাংলাদেশে পেশাদার সমাজকর্ম সুদীর্ঘকাল পরেও পেশার মর্যাদা লাভ করতে সক্ষম না হওয়ার পেছনে যৌক্তিক কারণ হলো-
ক) অর্থনৈতিক সীমাবদ্ধতা
খ) আন্তর্জাতিক সহযোগিতার অভাব
গ) পরিকল্পনার অভাব
ঘ) পেশাগত সংগঠন ও এজেন্সির স্বল্পতা
উত্তর : ঘ) পেশাগত সংগঠন ও এজেন্সির স্বল্পতা
৭০. 'কোন সত্তা বা বিশ্বাসের অন্তর্নিহিত মূল্য হলো মূল্যবোধ।' -সংজ্ঞাটি প্রদান করেছেন কে?
ক) গ্রিন উড
খ) এনথনি জি ক্যাটান্স
গ) এম ডবিস্নউ পামফ্রে
ঘ) আর এ স্কিডমোর
উত্তর : খ) এনথনি জি ক্যাটান্স
৭১. ডাক্তারি একটি পেশা। এর কারণ-
র. উচ্চতর শিক্ষার প্রয়োজন বলে
রর. ব্যবহারিক দক্ষতা অর্জন করতে হয় বলে
ররর. ডাক্তারিতে প্রচুর ইনকাম বলে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ক) র ও রর
৭২. সমাজের প্রচলিত মূল্যবোধকে কয়টি দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়?
ক) ৫টি খ) ৪টি
গ) ৩টি ঘ) ২টি
উত্তর : ঘ) ২টি
৭৩. সুষ্ঠু সামাজিক উন্নয়ন ব্যাহত হওয়ার যৌক্তিক কারণ কোনটি?
র. সমাজের অধিকাংশ মানুষ নিরক্ষর
রর. সমাজের অধিকাংশ মানুষ অসচেতন
ররর. সমাজের অধিকাংশ মানুষ শিক্ষিত
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
\হউত্তর : ক) র ও রর
৭৪. 'ঝড়পরধষ ডড়ৎশ চৎধপঃরপব' গ্রন্থটির রচয়িতা কে?
ক) ঈড়সঢ়ঃড়হ ধহফ এধষধধিু খ) ডরষনবৎঃ ঊ.গড়ড়ৎব
গ) জড়নবৎঃ খ ইধৎশবৎ ঘ) গড়ৎধষং ধহফ ঝযবধভড়ৎ
উত্তর : খ) ডরষনবৎঃ ঊ. গড়ড়ৎব
উদ্দীপকটি পড় এবং ৭৫ ও ৭৬নং প্রশ্নের উত্তর দাও।
নিশ্চিন্তপুর একটি জনসংখ্যাধিক্য গ্রাম। গ্রামের অধিকাংশ মানুষের জীবিকা নির্বাহের অন্যতম উপায় দিনমজুরি, কৃষি ও ক্ষুদ্র ব্যবসায়। তারা বিভিন্ন কুসংস্কারে আচ্ছন্ন। তাই তারা জন্মনিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা, নারী শিক্ষা প্রভৃতিতে বিশ্বাসী নয়। ফলে তারা একটি অনুন্নত জীবনযাপন করে।
৭৫. নিশ্চিন্তপুর গ্রামের অধিকাংশ লোকের জীবিকা নির্বাহের উপায়টি-
ক) বৃত্তি খ) পেশা
গ) চাকরি ঘ) ব্যবসায়
উত্তর : ক) বৃত্তি
৭৬. উদ্দীপকের বর্ণনা মতে নিশ্চিন্তপুর গ্রামের অধিকাংশ লোক আধুনিকতার বাইরে। এর পেছনে যৌক্তিক কারণ কোনটি?
ক) অশিক্ষিত বলে খ) কুসংস্কারাচ্ছন্ন বলে
গ) দরিদ্র বলে ঘ) কূপমন্ডুক বলে
উত্তর : খ) কুসংস্কারাচ্ছন্ন বলে
৭৭. সমাজকে একটি কল্যাণমুখী সমাজে পরিণত করার জন্য কোনটি সর্বাধিক প্রয়োজন বলে মনে কর?
ক) সার্বিক সুষম উন্নয়ন খ) প্রচুর শিল্প কারখানা
গ) প্রচুর ধনী শ্রেণি ঘ) মৌলিক চাহিদা পূরণ
উত্তর : ক) সার্বিক সুষম উন্নয়ন
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়