রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) 'ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং-২০২৪ (আইসিএমআইএমই)' আয়োজন করা হয়েছে। রুয়েটের যন্ত্রকৌশল অনুষদের উদ্যোগে ১১ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ষষ্ঠবারের মতো আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য 'ইনোভেটিং ফর ইম্প্যাক্ট: অ্যাডভান্সমেন্ট ইন মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ম্যাটারিয়ালস ইঞ্জিনিয়ারিং ফর এ সাসটেইনেবল ফিউচার'। এতে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, চীন, ব্রম্ননাই, হংকংসহ বিভিন্ন দেশ থেকে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, বিজ্ঞানী, গবেষক, স্কলারস, নীতি নির্ধারকরা অংশগ্রহণ করবেন। এ সম্মেলন উপলক্ষে দেশ-বিদেশ থেকে ৪২৫টি রিসার্চ পেপার জমা পড়েছে। সেখান থেকে যাচাই-বাচাই শেষে ১৯১টি গৃহীত হয়। তিনটি সেশনে আটটি কি-নোট ও পস্ন্যানারি প্রবন্ধ, ১৭টি টেকনিক্যাল সেশনে মোট ১৭৪টি রিসার্চ পেপার উপস্থাপন করা হবে।
যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সম্মেলনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাপানের বিখ্যাত টোকিও বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক মুহাম্মদ আজিজ ও বিশিষ্ট গবেষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।
এ সম্মেলনের সম্পাদক হিসেবে আছেন যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদ হাসান খান তুষার এবং পৃষ্ঠপোষকতা করছেন শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন।
এর আগে, ২০২২ সালে পঞ্চম আইসিএমআইএমই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।