জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
মাদাগাস্কার
প্রশ্ন : জওহর গালা এর প্রাচীন নাম কী? উত্তর : গজনি। প্রশ্ন : মালাগাছি এর প্রাচীন নাম কী? উত্তর : মাদাগাস্কার। প্রশ্ন : ফকল্যান্ড এর প্রাচীন নাম কী? উত্তর : মালভিনাস। প্রশ্ন : মালেশিয়া এর প্রাচীন নাম কী? উত্তর : মালয়। প্রশ্ন : ইরাকের প্রাচীন নাম কী? উত্তর : মেসোপটেমিয়া। প্রশ্ন : থাইল্যান্ডের প্রাচীন নাম কী? উত্তর : শ্যাম। প্রশ্ন : হারারে এর প্রাচীন নাম কী? উত্তর : সলসবেরি। প্রশ্ন : শ্রীলংকার প্রাচীন নাম কী? উত্তর : সিংহল। প্রশ্ন : ভোলপোগ্রাদ এর প্রাচীন নাম কী? উত্তর : স্ট্যালিনগ্রাদ। প্রশ্ন : নেদারল্যান্ডের প্রাচীন নাম কী? উত্তর : হল্যান্ড। প্রশ্ন : সুইজারল্যান্ডের প্রাচীন নাম কী? উত্তর : হেলবেটিয়া। প্রশ্ন : মাঞ্চুরিয়ার প্রাচীন নাম কী? উত্তর : মানচুকিয়ো। প্রশ্ন : তাজিনয়া এর প্রাচীন নাম কী? উত্তর : জাঞ্জিবার ও টঙ্গাযনিয়া প্রশ্ন : হো চি মিনি নিটি এর প্রাচীন নাম কী? উত্তর : সায়াগন। প্রশ্ন : হাওয়াই দীপপুঞ্জের প্রাচীন নাম কী? উত্তর : স্যান্ডউইচ দীপপুঞ্জ। প্রশ্ন : কেপ কেনেডি এর প্রাচীন নাম কী? উত্তর : কেপ কেনভিরাল। প্রশ্ন : অসলোর প্রাচীন নাম কী? উত্তর : খ্রিষ্টান। প্রশ্ন : চীনের প্রাচীন নাম কী? উত্তর : ক্যামে। প্রশ্ন : জুলু- উত্তর : দক্ষিণ আফ্রিকার নাটালের নিগ্রো জাতি। প্রশ্ন : জাঠ- উত্তর : ভারতের উত্তর-পশ্চিমাংশের আদিবাসী। প্রশ্ন : টোডা- উত্তর : ভারতের নীলগিরি পর্বত অঞ্চলের আদিবাসী। প্রশ্ন : তাতার- উত্তর : সাইবেরিয়া, মঙ্গোলিয়া, তুর্কিস্তান ও স্টেপ অঞ্চলের জাতি। প্রশ্ন : দ্রাবির- উত্তর : দক্ষিণ ভারত ও শ্রীলংকা বসবাসকারী অনার্য জাতি। প্রশ্ন : নাগা- উত্তর : ভারতের নাগাল্যান্ডের পাহাড়ি উপজাতি।