প্রশ্ন : নিগ্রো-
উত্তর : মধ্য ও দক্ষিণ-পশ্চিম আফ্রিকার কালো মানুষ।
প্রশ্ন :পিগমি-
উত্তর :আফ্রিকার নিরীয় অঞ্চলের সবচেয়ে বেটে অদিবাসী।
প্রশ্ন :পাপুয়ান-
উত্তর :পশ্চিম ইরানের অদিবাসী।
প্রশ্ন :বেদুইন-
উত্তর :আরবের যাযাবর জাতি। বর্তমান উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ার ছড়িয়ে পড়েছে।
প্রশ্ন :বান্টু-
উত্তর :সেন্ট্রাল ও দক্ষিণ আফ্রিকার নিগ্রগন।
প্রশ্ন :ভিল-
উত্তর :মধ্য ভারতের দ্রাবির বংশোদ্ভূত আদি জাতি।
প্রশ্ন :মাওরি-
উত্তর :নিউজিল্যান্ডের আদি জাতি।
প্রশ্ন : মোপলা-
উত্তর :কেরলার মালাবরের একটি মুসলমান উপজাতি।
প্রশ্ন :মাঞ্চু-
উত্তর :পূর্ব এশিয়ার টাঙ্গু উপজাতি।
প্রশ্ন : মাসাউডস-
উত্তর :পাকিস্তানের ওয়াজিরস্তানের উপজাতি।
প্রশ্ন :মুর-
উত্তর : আফ্রিকার বসবাসরত মুসলমান জাতি।
প্রশ্ন : রেড ইন্ডিয়ান-
উত্তর : যুক্তরাষ্ট্রের আদিম অদিবাসী। এরা রকি পর্বত ও মিসৌরি নদীর মধ্যবর্তী।
প্রশ্ন :শেরপা-
উত্তর :নেপাল ও তিব্বত হিমালয়ের পাদদেশে বসবাসকারী অদিবাসী।
প্রশ্ন :বুশম্যান-
উত্তর :বতসোয়ানায়।
প্রশ্ন :বাংলাদেশ নবায়ণযোগ্য শক্তির সম্ভাবনার বিচারে বিশ্বে অবস্থান কততম স্থানে রয়েছে?
উত্তর :৪১ তম।
প্রশ্ন :আগামী ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ান্স ট্রফির
কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর :পাকিস্তানে।
প্রশ্ন :বাংলাদেশের মোট কত শতক জমি ব্যবহার করে নবায়ণযোগ্য শক্তির মাধ্যমে সম্পপূর্ণ জ্বালানি চাহিদা মেটানো সম্ভব?
উত্তর :মোট জমির ৪ শতক।
প্রশ্ন : বঙ্গবন্ধু সামরিক যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
উত্তর : ঢাকার বিজয় সরনীতে।