সাউথইস্ট ইউনিভার্সিটিতে সফট স্কিল উন্নয়ন কর্মসূচি

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
সাউথইস্ট ইউনিভার্সিটিতে 'ইমপস্নয়েবিলিটি মাস্টার ক্লাস অ্যান্ড স্কলারশিপ অ্যাওয়ার্ডিং সেরিমনি' শীর্ষক সফট স্কিল উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ক্যারিয়ার অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিসেস (সিপিডিএস) বিভাগ ইউএনডিপির ফিউচারনেশনের সহযোগিতায় ১১ ডিসেম্বর তেজগাঁওয়ে সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। সিপিডিএস পরিচালক মোহাম্মদ নাজমুদদোজা স্বাগত বক্তব্য দেন। ফিউচারনেশন ইউএনডিপির প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট ও ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার দেবাশীষ রায় ও বক্তব্য রাখেন। গ্রামীণফোনের ট্যালেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স (পি অ্যান্ড ও) বিভাগের প্রধান মি. রিফাকাত রশিদ ক্যারিয়ার সেশন পরিচালনা করেন। পরে ফিউচারনেশন সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ব্রিটিশ কাউন্সিল কোর্সের জন্য ৯১৫টি এবং টেক কোর্সের জন্য ২০০টি স্কলারশিপ প্রদান করে। এছাড়াও রেজিস্ট্রার, অতিরিক্ত রেজিস্ট্রার, সিএসই এবং ইইই বিভাগের চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজের সচিব, সিএমএলের পরিচালক এবং অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।