একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
২৮. বিশ্বের প্রথম সামাজিক নিরাপত্তা ব্যবস্থা কোনটি? ক) মদিনার সনদ খ) ম্যাগনাকার্টা গ) জাকাত ঘ) বিভারিজ রিপোর্ট উত্তর : গ) জাকাত ২৯. সদকা ও জাকাতের মধ্যে পার্থক্য কীসে? ক) সাহায্যের পরিমাণে খ) প্রদানের বাধ্যবাধকতায় গ) গ্রহীতার আর্থিক অবস্থায় ঘ) গ্রহীতার সামাজিক অবস্থানে উত্তর : খ) প্রদানের বাধ্যবাধকতায় ২৯. ধর্মগোলার উৎপত্তি কখন? ক) ইসলামী যুগ খ) মধ্যযুগে গ) ব্রিটিশ আমলে ঘ) বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে উত্তর : গ) ব্রিটিশ আমলে ৩০. ধর্মগুলোর আধুনিক রূপ কোনটি? ক) সরাইখানা খ) লঙ্গরখানা ঘ) সরকারি খাদ্য গুদাম ঘ) ডাকবাংলো উত্তর : ঘ) সরকারি খাদ্য গুদাম ৩১. ক্লান্তপথিক ও মুসাফিরদের কল্যাণে নির্মিত প্রতিষ্ঠানের নাম ছিল- ক) রেস্ট হাউস খ) বিশ্রামাগার গ) মুসাফিরখানা ঘ) সরাইখানা উত্তর : ঘ) সরাইখানা ৩২. সরাইখানার ইংরেজি প্রতিশব্দ কী? ক) ওহ খ) ওহহ গ) ঈরৎপঁরঃ ঐড়ঁংব ঘ) জবংঃ ঐড়ঁংব উত্তর : খ) ওহহ ৩৩. দানের প্রকৃতির দিক থেকে নিচের কোন দুটি একই? ক) জাকাত ও সদকা খ) জাকাত ও ওয়াকফ গ) ওয়াকফ ও দেবোত্তর ঘ) দেবোত্তর ও জাকাত উত্তর : গ) ওয়াকফ ও দেবোত্তর ৩৪. দেবোত্তর কয় ধরনের? ক) ২ ধরনের খ) ৩ ধরনের গ) ৪ ধরনের ঘ) ৫ ধরনের উত্তর : ক) ২ ধরনের উদ্দীপকটি পড়ে এবং ৩৫ ও ৩৬নং প্রশ্নের উত্তর দাও। হরেন বাবু মৃতু্যর আগে তার সকল সম্পত্তি একটি মন্দির ও শ্মশান তৈরির কাজে দান করলেন। ৩৫. হরেন বাবুর দানটি- র) আংশিক দেবোত্তর রর) সার্বিক দেবোত্তর ররর) সার্বজনীন দেবোত্তর নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও রর ঘ) র, রর ও ররর উত্তর : খ) রর ৩৬. হরেন বাবুর দানটি হিন্দু ধর্মের আইনে- ক) স্বীকৃ খ) অস্বীকৃত গ) মনগড়া ঘ) ভিত্তিহীন উত্তর : ক) স্বীকৃত ৩৭. বাইতুল মালের প্রবর্তন করেন কে? ক) খলিফা হযরত ওমর (রা.) খ) খলিফা হযরত আবু বকর (রা.) গ) খলিফা হযরত আলী (রা.) ঘ) খলিফা হযরত উসমান (রা.) উত্তর : খ) খলিফা হযরত আবু বকর (রা.) ৩৮. বায়তুলমাল প্রতিষ্ঠিত হয়েছিল- র) ব্যক্তিগত কল্যাণে রর) গোষ্ঠীগত কল্যাণে ররর) রাষ্ট্রীয় কল্যাণে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ৩৯. বায়তুল মালের উৎস নয় কোনটি? ক) জিজিয়া কর খ) গনিমতের মাল গ) আয়কর ঘ) মুসলমানদের ভূমি রাজস্ব উত্তর : গ) আয়কর ৪০. বিশ্বের সব দরিদ্র আইন এবং নিরাপত্তা কর্মসূচির পথপ্রদর্শক হিসেবে অভিহিত করা হয় কোনটিকে? ক) জাকাত খ) বিভারিজ রিপোর্ট গ) বাইতুল মাল ঘ) ওয়াকফ উত্তর : ক) জাকাত ৪১. কোন মুসলিম কর্তৃক সম্পত্তি বা সম্পত্তির কোন অংশ জনহিতকর বা ধর্মীয় কাজে স্থায়ীভাবে স্বত্ব ত্যাগ করাকে বলা হয়- ক) জাকাত খ) সদকা গ) ওয়াকফ ঘ) উইল উত্তর : গ) ওয়াকফ ৪২. প্রকৃতিগত দিক থেকে ওয়াকফ কয় প্রকার? ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার উত্তর : ক) ২ প্রকার ৪৩. ব্যবহারিক দিক থেকে ওয়াকফকে কয় ভাগে ভাগ করা হয়? ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার উত্তর : খ) ৩ প্রকার ৪৪. আ. রহিম সাহেব একটি মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য কিছু জমি দান করলেন। ইসলামের দৃষ্টিতে এটিকে বলা হয়- ক) ওয়াকফ-ই- খায়েরি খ) ওয়াকফ-ই-আহলি গ) ওয়াকফ-ই- লিলস্নাহ ঘ) কোনোটিই নয় উত্তর : গ) ওয়াকফ-ই-লিলস্নাহ ৪৫. দানশীলতার পরে সর্বাপেক্ষা প্রাচীন সমাজকল্যাণ প্রতিষ্ঠান কোনটি? ক) সরাইখানা খ) ধর্মগোলা গ) বাইতুল মাল ঘ) এতিমখানা উত্তর : ঘ) এতিমখানা ৪৬. এতিম বলতে কোন শিশুদের বোঝায়? র) যেসব শিশুর পিতা নেই রর) যেসব শিশুর মাতা নেই ররর) যেসব শিশুর পিতা-মাতা উভয়েই নেই নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ৪৭. সাধারণত এতিম শিশুদের বয়সসীমা- ক) ৫ থেকে ১৫ বছর খ) ৭ থেকে ১৮ বছর গ) ৫ থেকে ১৮ বছর ঘ) ৭ থেকে ২১ বছর \হউত্তর : গ) ৫ থেকে ১৮ বছর ৪৮. এতিমখানার আধুনিক রূপ- ক) শিশু নিলয় খ) শিশু পরিবার গ) এতিম সদন ঘ) অনাথাগার উত্তর : খ) শিশু পরিবার ৪৯. সামাজিক নিরাপত্তা কর্মসূচির রূপকার বলা হয় কাকে? ক) মেরি রিচমন্ড খ) এডউইন চ্যাডউইক গ) উইলিয়াম বিভারিজ ঘ) ডবিস্নউ এ ফিনল্যান্ডের উত্তর : গ) উইলিয়াম বিভারিজ ৫০. সামাজিক নিরাপত্তা কত প্রকার? ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার উত্তর : খ) ৩ প্রকার ৫১. সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্তর্ভুক্ত নয় কোনটি? ক) সামাজিক বীমা খ) সামাজিক সাহায্য গ) সমাজসেবা ঘ) সামাজিক কার্যক্রম উত্তর : ঘ) সামাজিক কার্যক্রম ৫২. সমাজের সমস্যাগ্রস্ত, দুস্থ, এতিম ও অসহায় শ্রেণির উন্নয়ন এবং কল্যাণ সাধনে গৃহীত যাবতীয় কর্মকান্ডের সমষ্টিকে বলা হয়- ক) সামাজিক নিরাপত্তা খ) সমাজসেবা গ) সমাজকর্ম ঘ) সামাজিক বীমা উত্তর : খ) সমাজসেবা হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়