শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সংশোধিত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এর আগে ২২ ফেব্রম্নয়ারি ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছিল শাবিপ্রবি কর্তৃপক্ষ।
এ দিন দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করার উদ্যোগ নেয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে ১৯ ডিসেম্বর এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আবেদন শুরু হবে আগামী ৫ জানুয়ারি। আবেদন চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। ২৮ ফেব্রম্নয়ারি সকাল ১০টায় 'বি' ইউনিট (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) ও একই দিন বিকেল ৩টায় 'এ' ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার আবেদন ফি এ-১ ইউনিট (বিজ্ঞান) ১ হাজার ২৫০ টাকা, এ-২ ইউনিট (বিজ্ঞান ও আর্কিটেকচার) ১ হাজার ৪০০ টাকা, বি ইউনিট (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য) ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।