একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

প্রকাশ | ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট প্রশ্ন:১৬০১ সালের দরিদ্র আইনে দরিদ্রদের কয়টি ভাগে ভাগ করা হয়? উত্তর: ১৬০১ সালের দরিদ্র আইনে দরিদ্রদের ৩ টি ভাগে ভাগ করা হয়। প্রশ্ন:পেশাদার সমাজকর্মের প্রয়োজন অনুভূত হয় কখন? উত্তর: পেশাদার সমাজকর্মের প্রয়োজন অনুভূত হয় শিল্প বিপস্নবের পরে। প্রশ্ন:বিভারিজ রিপোর্ট পেশ করেন কে? উত্তর: বিভারিজ রিপোর্ট পেশ করেন ইংল্যান্ডের বিখ্যাত অর্থনীতিবিদ স্যার উইলিয়াম বিভারিজ। প্রশ্ন:"দরিদ্রতার জন্য ব্যক্তি নিজেই দায়ী..."-মন্তব্যটি কার? উত্তর: "দরিদ্রতার জন্য ব্যক্তি নিজেই দায়ী..."-মন্তব্যটি মনীষী থমাস চালমাসের। প্রশ্ন:আমেরিকার গৃহযুদ্ধের সময়কাল কত? উত্তর: আমেরিকার গৃহযুদ্ধের সময়কাল ১৮৬৫-১৮৭১। প্রশ্ন:আমেরিকায় অর্থনৈতিক মন্দা দেখা দেয় কত সালে? উত্তর: আমেরিকায় অর্থনৈতিক মন্দা দেখা দেয় ১৮৭৩ সালে। প্রশ্ন:সমাজকর্ম পেশার বিকাশে ঈঙঝ-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? উত্তর: সমাজকর্ম পেশার বিকাশে ঈঙঝ-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সমাজকর্মের পেশাগত শিক্ষার সূচনা। প্রশ্ন:কে সর্বপ্রথম সমাজকর্মের প্রশিক্ষণ প্রদানের প্রস্তাব উত্থাপন করেন? উত্তর: এনা এল ডয়েস সর্বপ্রথম সমাজকর্মের প্রশিক্ষণ প্রদানের প্রস্তাব উত্থাপন করেন। প্রশ্ন:ঞৎধরহহরহম ঝপযড়ড়ষ ভড়ৎ অঢ়ঢ়ষরবফ চযরষধহঃযৎড়ঢ়ু- এর প্রতিষ্ঠাতা কে? উত্তর: ঞৎধরহহরহম ঝপযড়ড়ষ ভড়ৎ অঢ়ঢ়ষরবফ চযরষধহঃযৎড়ঢ়ু- এর প্রতিষ্ঠাতা মেরি রিচমন্ড। প্রশ্ন:'ঈযধৎরঃরবং জবারব'ি পত্রিকা কত সালে প্রকাশিত হয়? উত্তর: 'ঈযধৎরঃরবং জবারব'ি পত্রিকা প্রকাশিত হয় ১৮৯১ সালে। প্রশ্ন:বিভারিজ রিপোর্টে উলিস্নখিত পঞ্চদৈত্য কী? উত্তর: বিভারিজ রিপোর্টে উলিস্নখিত পঞ্চদৈত্য হলো-অভাব,রোগ, অজ্ঞতা, মলিনতা ও অলসতা। প্রশ্ন:ঘঅঝড কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর: ঘঅঝড প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে। প্রশ্ন:কয়টি পেশাগত সংগঠনের সমন্বয়ে ঘঅঝড গঠিত হয়? উত্তর: সাতটি পেশাগত সংগঠনের সমন্বয়ে ঘঅঝড গঠিত হয়। প্রশ্ন:সমাজকর্ম পেশার বিশ্বজনীন সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত কোনটি? উত্তর: সমাজকর্ম পেশার বিশ্বজনীন সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত ঘঅঝড. প্রশ্ন:ঘঅঝড প্রকাশিত সমাজকর্মের মুখপত্র হিসেবে বিবেচিত পত্রিকার নাম কী? উত্তর: ঘঅঝড প্রকাশিত সমাজকর্মের মুখপত্র হিসেবে বিবেচিত পত্রিকার নাম ঞযব ঝড়পরধষ ডড়ৎশ. প্রশ্ন:'ঝড়পরধষ উরধমহড়ংরং' গ্রন্থটির লেখক কে? উত্তর: 'ঝড়পরধষ উরধমহড়ংরং' গ্রন্থটির লেখক মেরি রিচমন্ড। প্রশ্ন:বিভারিজ রিপোর্ট কত সালে প্রকাশিত হয়? উত্তর: বিভারিজ রিপোর্ট প্রকাশিত হয় ১৯৪২ সালে। প্রশ্ন:১৬০১ সালের দরিদ্র আইন কত সালে সংষ্কার করা হয়? উত্তর: ১৬০১ সালের দরিদ্র আইন ১৮৩৪ সালে সংষ্কার করা হয়। প্রশ্ন:ঈঙঝ এর পূর্ণরূপ কী? উত্তর: ঈঙঝ এর পূর্ণরূপ ঈযধৎরঃু ঙৎমধহরুধঃরড়হ ঝড়পরবঃু. প্রশ্ন:ঈঙঝ গঠনে কোন নীতি অনুসৃত হয়? উত্তর: ঈঙঝ গঠনে 'আত্মসাহায্যের দর্শন' নীতি অনুসৃত হয়? প্রশ্ন:কোন প্রতিষ্ঠান সমাজকর্ম পেশার নৈতিক মানদন্ড নির্ধারণ করে? উত্তর: ঘঅঝড সমাজকর্ম পেশার নৈতিক মানদন্ড নির্ধারণ করে। প্রশ্ন:ঈঝডঊ-এর পূর্ণরূপ কী? উত্তর: ঈঝডঊ-এর পূর্ণরূপ ঈড়ঁহপরষ ড়হ ঝড়পরধষ ডড়ৎশ ঊফঁপধঃরড়হ. প্রশ্ন:কোথায় সমাজকর্ম পেশা পরিপূর্ণতা পায়? উত্তর: আমেরিকায় সমাজকর্ম পেশা পরিপূর্ণতা পায়? প্রশ্ন:১৬০১ সালের দরিদ্র আইনে কাদেরকে ঝঃঁৎফু ইবমমবৎং বলা হতো? উত্তর: ১৬০১ সালের দরিদ্র আইনে সক্ষম দরিদ্রদেরকে ঝঃঁৎফু ইবমমবৎং বলা হতো। প্রশ্ন:ঘঅঝড- এর পূর্ণরূপ কী? উত্তর: ঘঅঝড- এর পূর্ণরূপ ঘধঃরড়হধষ অংংড়পরধঃরড়হ ড়ভ ঝড়পরধষ ডড়ৎশবৎং. হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়