একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

প্রকাশ | ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
প্রশ্ন:আমেরিকায় কত সালে ঈঝডঊ গঠিত হয়? উত্তর: আমেরিকায় কত সালে ঈঝডঊ গঠিত হয় ১৯৫২ সালে প্রশ্ন:বিভরিজ রিপোর্টে কোন বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে? উত্তর: বিভরিজ রিপোর্টে সামাজিক নিরাপত্তা বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। প্রশ্ন:বিশ্ব সামাজিক নিরাপত্তায় মডেল হিসেবে ধরা হয় কোনটিকে? উত্তর: বিশ্ব সামাজিক নিরাপত্তায় মডেল হিসেবে ধরা হয় বিভারিজ রিপোর্টকে। প্রশ্ন:দান সংগঠন সমিতি মূলত কোন মনীষীর মতবাদ দ্বারা পরিচালিত হতো? উত্তর: দান সংগঠন সমিতি মূলত থমাস চালমাসের মতবাদ দ্বারা পরিচালিত হতো। প্রশ্ন:'খবপঃঁৎব ড়হ ঞযব ওহফঁংঃৎরধষ জবাড়ষঁঃরড়হ রহ ঊহমষধহফ' গ্রন্থের রচয়িতা কে? উত্তর: 'খবপঃঁৎব ড়হ ঞযব ওহফঁংঃৎরধষ জবাড়ষঁঃরড়হ রহ ঊহমষধহফ' গ্রন্থের রচয়িতা আর্নল্ড টয়েনবি। প্রশ্ন: কে 'শিল্প বিপস্নব' প্রত্যয়টির নামকরণ করেন? উত্তর: 'শিল্প বিপস্নব' প্রত্যয়টির নামকরণ করেন আর্নল্ড টয়েনবি। প্রশ্ন:'শিল্প বিপস্নব' গ্রন্থটি রচনা করেন কে ? উত্তর: 'শিল্প বিপস্নব' গ্রন্থটি রচনা করেন আবেদীন কাদের। প্রশ্ন:'বিপস্নব'অর্থ কী? উত্তর: 'বিপস্নব' শব্দের অর্থ আমূল পরিবর্তন। সাধারণত কোন প্রচলিত ব্যবস্থায় আকস্মিক ও সুদূরপ্রসারী পরিবর্তনকে বিপস্নব বলে অভিহিত করা হয়। প্রশ্ন:শিল্প বিপস্নবের সূচনা হয় কোন দেশে? উত্তর: শিল্প বিপস্নবের সূচনা হয় ইংল্যান্ডে। প্রশ্ন:শিল্প বিপস্নব সংঘটিত হয় কত শতাব্দীতে? উত্তর: শিল্প বিপস্নব সংঘটিত হয় অষ্টাদশ শতাব্দীতে। প্রশ্ন:নগরায়ণ কী? উত্তর: নগরায়ণ হলো একটি প্রক্রিয়া, যেখানে কৃষিভিত্তিক পেশা বা জীবনব্যবস্থা থেকে মানুষ অকৃষিভিত্তিক পেশা বা জীবনব্যবস্থায় স্থানান্তরিত হয়। প্রশ্ন:'ওহফঁংঃৎু' শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি? উত্তর: 'ওহফঁংঃৎু' শব্দটি ল্যাটিন শব্দ 'ওহফঁংঃৎরধ'থেকে উৎপত্তি? প্রশ্ন:শিল্প বিপস্নবের প্রত্যক্ষ ফলাফল কী? উত্তর: শিল্প বিপস্নবের প্রত্যক্ষ ফলাফল হ"েছ শিল্পায়ন ও নগরায়ণ। প্রশ্ন:সমাজকর্ম পেশার বিকাশে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তর: সমাজকর্ম পেশার বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিল্প বিপস্নব। প্রশ্ন:'ডি সাবভেনশন পপারাম' (উব ঝঁনাবহঃরড়হ চধঁঢ়বৎঁস) কর্মসূচির উদ্যোক্তা কে ছিলেন? উত্তর: 'ডি সাবভেনশন পপারাম' (উব ঝঁনাবহঃরড়হ চধঁঢ়বৎঁস) কর্মসূচির উদ্যোক্তা ছিলেন জোয়ান লুইস ভিভস। প্রশ্ন:'বস্ন্যাক ডেথ' সংঘটিত হয় কত সালে? উত্তর: 'বস্ন্যাক ডেথ' সংঘটিত হয় ১৩৪৮ সালে। প্রশ্ন:১৩৪৯ সাল থেকে ১৫৯৭ সাল পর্যন্ত ইংল্যান্ডে কতটি দরিদ্র আইন প্রণীত হয়? উত্তর: ১৩৪৯ সাল থেকে ১৫৯৭ সাল পর্যন্ত ইংল্যান্ডে ৪২ টি দরিদ্র আইন প্রণীত হয়। প্রশ্ন:কোন রোগের প্রাদুর্ভাবকে 'বস্ন্যাক ডেথ' হিসেবে আখ্যায়িত করা হয়? উত্তর: পেস্নগ রোগের প্রাদুর্ভাবকে 'বস্ন্যাক ডেথ' হিসেবে আখ্যায়িত করা হয়। প্রশ্ন:ইংল্যান্ডের প্রথম দরিদ্র আইন হিসেবে স্বীকৃত আইনটি মূলত কী ছিল? উত্তর: ইংল্যান্ডের প্রথম দরিদ্র আইন হিসেবে স্বীকৃত আইনটি ছিল মূলত শ্রমিক আইন। প্রশ্ন:'ঠরৎমরহ ছঁববহ' নামে ডাকা হতো কাকে? উত্তর: 'ঠরৎমরহ ছঁববহ' নামে ডাকা হতো রানি প্রথম এলিজাবেথকে। প্রশ্ন:কে সর্বপ্রথম ইংল্যান্ডে সরকারি পর্যায়ে দরিদ্রের সাহায্য কার্যক্রম সংক্রান্ত প্রথম আইনগত পদক্ষেপ গ্রহণ করেন? উত্তর: সর্বপ্রথম ইংল্যান্ডে সরকারি পর্যায়ে দরিদ্রের সাহায্য কার্যক্রম সংক্রান্ত প্রথম আইনগত পদক্ষেপ গ্রহণ করেন রাজা অষ্টম হেনরি। প্রশ্ন:বিভারিজ রিপোর্টে কয়টি সুপারিশ করা হয়? উত্তর: বিভারিজ রিপোর্টে পাঁচটি সুপারিশ করা হয়। প্রশ্ন:ইংল্যান্ডে বসতি আইনটি কত সালে প্রণীত হয়? উত্তর: ইংল্যান্ডে বসতি আইনটি প্রণীত হয় ১৬৬২ সালে। প্রশ্ন:'কম যোগ্যতার নীতি' কোন দরিদ্র আইনের অন্যতম বৈশিষ্ট্য? উত্তর: 'কম যোগ্যতার নীতি' ১৮৩৪ সালের দরিদ্র আইনের অন্যতম বৈশিষ্ট্য। প্রশ্ন:১৬০১ সালের দরিদ্র আইন প্রণয়ন করেন কে? উত্তর: ১৬০১ দরিদ্র আইন প্রণয়ন করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। প্রশ্ন:স্যার উইলিয়াম বিভারিজ সামাজিক উন্নয়নের প্রতিবন্ধক হিসেবে কয়টি বিষয়কে চিহ্নিত করেছেন? উত্তর: স্যার উইলিয়াম বিভারিজ সামাজিক উন্নয়নের প্রতিবন্ধক হিসেবে পাঁচটি বিষয়কে চিহ্নিত করেছেন। প্রশ্ন:১৮৩৪ সালের দরিদ্র আইনকে 'দরিদ্রদের জেলখানা' বলে আখ্যায়িত করেছেন কে? উত্তর: ১৮৩৪ সালের দরিদ্র আইনকে 'দরিদ্রদের জেলখানা' বলে আখ্যায়িত করেছেন ডিসরেইলি।