প্রশ্ন : বাংলাদেশে প্রথম মুদ্রা চালু হয়-
উত্তর:৪ই মার্চ, ১৯৭২ সালে
প্রশ্ন : সাবেক বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃতু্যবরণ করেন-
উত্তর:৩০শে মে, ১৯৮১ সালে
প্রশ্ন : বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে স্ট্যাটাস লাভ করে-
উত্তর:১৫ই জুন, ১৯৯৭ সালে
প্রশ্ন : টেস্ট ক্রিকেটে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে-
উত্তর:২৬শে জুন,২০০০ সালে
প্রশ্ন : বাংলাদেশে বয়স্কভাতা চালু হয়-
উত্তর:১৯৯৮ সালে
প্রশ্ন : বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়-
উত্তর:১৬ই ডিসেম্বর, ১৯৭১ সালে
প্রশ্ন : বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার আইন পাস হয়-
উত্তর:১৯৯০ সালে
প্রশ্ন : বাংলাদেশে প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়-
উত্তর:১লা জানুয়ারি, ১৯৯২ সালে
প্রশ্ন : সারা দেশব্যাপী বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়-
উত্তর:১লা জানুয়ারি, ১৯৯৩ সালে
প্রশ্ন : ডেটন চুক্তি স্বাক্ষরিত হয়-
উত্তর:১৪ই ডিসেম্বর, ১৯৯৫ সালে
প্রশ্ন :ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিয়ান-
উত্তর: দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্স, মাত্র ৩১ বলে, বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
উত্তর: এএসএম সায়েম।
প্রশ্ন: প্রথম এভারেস্ট বিজয়ীদের মধ্যে একজন কে?
উত্তর: তেনজিং।
প্রশ্ন: জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন।
প্রশ্ন: ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত হতে কত দূরে অবস্থিত?
উত্তর: ১৬.৫ কিঃ মিঃ।
প্রশ্ন: আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কত তারিখে?
উত্তর: ১৭ এপ্রিল ১৯৭১।
প্রশ্ন: বিপস্নবের শিশু বলা হয় কাকে?
উত্তর: নেপোলিয়ন।
প্রশ্ন: উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত?
উত্তর: নাটোর।
প্রশ্ন: বিশ্বের প্রথম মহিলা স্পিকারের নাম কি?
উত্তর: ফাহমিদা মির্জা।