সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন: জিরো গ্রাউন্ড কোথায় অবস্থিত? উত্তর: নিউইয়র্ক। প্রশ্ন:ফেয়ার ফ্যাক্স কি? উত্তর:গোয়েন্দা সংস্থা। প্রশ্ন: কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই? উত্তর: ঘঅগ প্রশ্ন: 'ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ' গানটির রচয়িতা কে? উত্তর: কাজী নজরুল ইসলাম। প্রশ্ন: মনপুরা দ্বীপ কোথায় অবস্থিত? উত্তর: ভোলা। প্রশ্ন: বাংলাদেশ ও মায়ানমারকে পৃথক করেছে কোন নদী? উত্তর: নাফ নদী। প্রশ্ন: ভারত টিপাইমুখ বাঁধ কোন নদীর উপর নির্মাণ করেছে? উত্তর: বরাক নদীর উপর। প্রশ্ন: ওয়ার্ল্ড ওয়াচ কি? উত্তর: ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা। প্রশ্ন: বাংলাদেশের সংসদ ভবনের স্থপতির নাম কি? উত্তর: লুই আইকন। প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? উত্তর: ৩ টি। প্রশ্ন: গঝঝ কোন দেশের গোয়েন্দা সংস্থা? উত্তর: চীন দেশের। প্রশ্ন: পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি? উত্তর: প্রশান্ত মহাসাগর। প্রশ্ন: এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কি? উত্তর: গোবি মরুভূমি। প্রশ্ন: বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত রয়েছে? উত্তর: রাঙ্গামাটি জেলা। প্রশ্ন: বাংলাদেশের কোন জেলায় চীনামাটির সন্ধান পাওয়া গেছে? উত্তর: নেত্রকোনা জেলার বিজয়পুরে। প্রশ্ন: মায়ানমারের সাথে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? উত্তর: ২৭১ বর্গ কিলোমিটার। প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? উত্তর: সৈয়দ মাইনুল হোসেন। প্রশ্ন: পদ্মা সেতু উদ্বোধনের তারিখ কত? উত্তর: ২৫ জুন ২০২২ প্রশ্ন: রূপপুর নিউক্লিয়ার পাওয়ার পস্নান্ট এর বিদু্যৎ উৎপাদন মাত্রা কত হবে? উত্তর: ২৪০০ মেগাওয়াট। প্রশ্ন: মাতারবাড়ি কোন জেলায় অবস্থিত? উত্তর: কক্সবাজার।