জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান

প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন: বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? উত্তর: মহামান্য রাষ্ট্রপতি। প্রশ্ন: বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তর: জাতীয় সংসদ। প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? উত্তর: ৪ টি। প্রশ্ন: নাসা (ঘঅঝঅ) এর সদর দপ্তর কোথায়? উত্তর:ওয়াশিংটন ডিসি, যুক্তরাজ্য। প্রশ্ন: এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? উত্তর: ইয়াংসিকিয়াং। প্রশ্ন: পায়রা বন্দর কোন জেলায় অবস্থিত? উত্তর: পটুয়াখালী। প্রশ্ন: ইউরেনিয়াম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? উত্তর: কাজাখস্তান। প্রশ্ন:আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? উত্তর: কানাডা। প্রশ্ন:কানাডার আয়তন কত? উত্তর: ৯৯,৮৪,৬৭০ বর্গ কিলোমিটার। প্রশ্ন:যুক্তরাজ্যের পার্লামেন্টের নাম কি? উত্তর: কংগ্রেস। প্রশ্ন:লোক সংখ্যা অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি? উত্তর: টোকিও। প্রশ্ন:বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উদ্বাস্তুদের নিয়ে সেপ্টেম্বর অন যশোর রোড কবিতার রচয়িতা কে? উত্তর: এ্যালেন গীনসবার্গ। প্রশ্ন:আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির গীতিকার কে? উত্তর: আব্দুল গাফফার চৌধুরী। প্রশ্ন:যুক্তরাষ্ট্রের গ্রাউন্ডটানামো বাই ডিটেনশন ক্যাম্প কোথায় অবস্থিত? উত্তর: কিউবা। প্রশ্ন:বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস কত তারিখে উদ্বোধন করা হয়? উত্তর: ২৮ ফেব্রুয়ারি ২০২৩। প্রশ্ন:মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র ডেডলাইন বাংলাদেশ কার নির্মিত? উত্তর: গীতা মেহতা। প্রশ্ন:মিগ-২৯ কোন দেশের যুদ্ধবিমান? উত্তর: রাশিয়া। প্রশ্ন:মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন কখন? উত্তর: ১৯৭১ সালের ১৭ এপ্রিল। প্রশ্ন:পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর: ২ ডিসেম্বর ১৯৯৭