জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০২ জানুয়ারি ২০২৫, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন:কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? উত্তর: পামির মালভূমি কে। প্রশ্ন:বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল? উত্তর: মেহেরপুরের মুজিবনগর, এর পূর্ব নাম ছিল বৈদ্যনাথ তলা। প্রশ্ন:সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে সর্বপ্রথম কে শহীদ হন? উত্তর: মোহাম্মদ মোস্তফা কামাল। প্রশ্ন:সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? উত্তর: আফ্রিকা মহাদেশে। প্রশ্ন:বিশ্বের প্রধান চা উৎপাদনকারী দেশটির নাম কি? উত্তর: চীন। প্রশ্ন:বিশ্বের তেল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর: সৌদি আরব। প্রশ্ন: ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? উত্তর: সপ্তম প্রশ্ন:বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? উত্তর: কীর্তনখোলা নদীর তীরে। প্রশ্ন:ওআইসি বর্তমান ১২ তম মহাসচিবের নাম কি? উত্তর: হোসেইন ইব্রাহিম তাহা। প্রশ্ন : বর্তমানে কতটি দেশে বাংলাদেশী আম রপ্তানী হয়? উত্তর : ৩৮টি। প্রশ্ন : বিশ্বের ৫ম দূষিত নদী কোনটি? উত্তর : বুড়িগঙ্গা। প্রশ্ন : বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধান কে? উত্তর : ওয়াকার-উজ-জামান। প্রশ্ন : বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান কে? উত্তর : হাসান মাহমূদ খান। প্রশ্ন :র্ যাবের নতুন মহাপরিচালক কে? উত্তর : এ কে এম শহিদুর রহমান। প্রশ্ন : বর্তমানে বিশ্বের কতটি দেশ ও অঞ্চলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে? উত্তর : ২১০টি। প্রশ্ন : মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? উত্তর : দ্বিতীয়। প্রশ্ন : বিশ্বে বদ্ধ জলাশয়ে মাছ চাষে বাংলাদেশের অবস্থান কত? উত্তর : ৫ম। প্রশ্ন : বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর : ৩য়। প্রশ্ন : দেশের কোন জেলায় শ্রমজীবী ও পেশাজীবী বেশী? উত্তর : পঞ্চগড়।