এমআইএসটিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু
প্রকাশ | ০২ জানুয়ারি ২০২৫, ০০:০০
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি)২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এমআইএসটির ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের ২২ ফেব্রম্নয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমআইএসটিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ এবারও আছে। তবে এ ক্ষেত্রে লিখিত পরীক্ষায় অংশ নিতে যাওয়া পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর থেকে ৫ শতাংশ নম্বর কাটা যাবে।
আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ১০ ফেব্রম্নয়ারি প্রকাশ করা হবে। ভর্তি বিষয়ক বিস্তারিত তথ্য এমআইএসটির ওয়েবসাইট থেকে জানা যাবে।