ডুয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ | ০৪ জানুয়ারি ২০২৫, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) 'জুলাই' ২৪ স্মৃতি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫' অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে বেলুন ও পায়রা উড়িয়ে ৩ জানুয়ারি এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস। ক্রীড়া প্রতিযোগিতায় মাঠাধ্যক্ষ ছিলেন পরিচালক (শারীরিক শিক্ষা কেন্দ্র) অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। এ সময় জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা, অলিম্পিক ও হলসমূহের পতাকা উত্তোলনসহ অলিম্পিক মশাল প্রজ্বালন করে মাঠ প্রদক্ষিণ করা হয়। দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এবং ক্যাম্পাসের শিশুরা অংশগ্রহণ করেন।