সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২৫, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন: বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? উত্তর: ৭২.৪ বছর। প্রশ্ন: মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'আগুনের পরশমনি' এর পরিচালক কে? উত্তর: হুমায়ূন আহমেদ। প্রশ্ন: ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতি কোনটি? উত্তর: এডিস। প্রশ্ন: ঊচও প্রোগ্রামে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়? উত্তর: ১১টি। প্রশ্ন: গ্রীষ্মকালীন অলিম্পিক-২০২৪ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর: প্যারিস, ফ্রান্স। প্রশ্ন: জনসংখ্যার ঘনত্বে বিশ্বে শীর্ষ দেশ কোনটি? উত্তর: মোনাকো। প্রশ্ন: প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে? উত্তর: রাশিয়া। প্রশ্ন: বাংলাদেশের পতাকা বিধিমালা ১৯৭২ অনুযায়ী সরকারি ভবনে উত্তোলনের জন্য ব্যবহৃত জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ কত? উত্তর: ১০র্ দ্ধ ৬। প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন? উত্তর: ৬ (২)। প্রশ্ন: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রদত্ত ১ নং খেতাব কোনটি? উত্তর: বীরশ্রেষ্ঠ। প্রশ্ন: বাংলাদেশের অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনে ২০২২ সালে বিশ্বে কততম স্থান অধিকার করে? উত্তর: ৩য়। প্রশ্ন: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয় কোন নভোকাশ কেন্দ্র থেকে? উত্তর: কেনেডি স্পেস সেন্টার। প্রশ্ন: ঢাকার সর্বশেষ নবাব কে ছিলেন? উত্তর: খাজা হাবিবুলস্নাহ। প্রশ্ন: ময়নামতি-শালবন বিহার কার কীর্তি? উত্তর: শ্রী ভবদেব। প্রশ্ন: বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি? উত্তর: ভুটান। প্রশ্ন: কোন শ্রেণির ভূমিতে ফসল জন্মায় না? উত্তর: ঊষর। প্রশ্ন: আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? উত্তর: ৮ মার্চ।