জবিতে সেমিনার

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২৫, ০০:০০

শিক্ষ জগৎ ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) 'ডিকলাইনিং অটোমান হেজিমনি: শেপিং এ নিউ ইন্টারন্যাশনাল অর্ডার ইন সাউথ এশিয়া' বিষয়ক একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে ২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও ওয়াইটিবি স্কলার ড. মো. আনিসুর রহমান প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন। তার আলোচনায় ওসমানীয় সাম্রাজ্যের অবনমন, খেলাফতের বৈশ্বিক প্রভাব এবং দক্ষিণ এশিয়ায় নতুন আন্তর্জাতিক ব্যবস্থার গঠনের প্রেক্ষাপট বিশদভাবে তুলে ধরা হয়। \হসেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। প্যানেল আলোচনায় ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন উপস্থিত ছিলেন।