রুয়েটে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার আবেদন শুরু

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২৫, ০০:০০

শিক্ষ জগৎ ডেস্ক
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৪-২৫ সেশনের স্নাতক ভর্তিতে আবেদন শুরু হয়েছে। প্রাক-নির্বাচনী পরীক্ষার জন্য ১৪ জানয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ১৫ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তিইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে যঃঃঢ়ং://ধফসরংংরড়হ.ৎঁবঃ.ধপ.নফ/ আবেদনপত্র আহ্বান করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাপ্ত সব বৈধ আবেদনপত্রের মধ্য থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, ও ইংরেজি- এ চার বিষয়ে প্রাপ্ত মোট গ্রেড পয়েন্টের ভিত্তিতে একটি মেধাতালিকা তৈরি করা হবে। প্রার্থীর সংখ্যা বেশি হলে এ তালিকা থেকে প্রথম ২৪ হাজার প্রার্থীকে প্রাক্‌-নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। তবে ২৪ হাজারতম প্রার্থী একাধিক হলে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় যথাক্রমে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাক্‌-নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থী সংখ্যা চূড়ান্ত করা হবে। নির্বাচনী (লিখিত) পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত আবেদনকারীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদনকারীদের নামের তালিকা ২৪ জানুয়ারি প্রকাশ করা হবে। প্রাক-নির্বাচনীর প্রবেশপত্র ডাউনলোড ২৫ জানুয়ারি থেকে শুরু হবে।