জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২৫, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন: বন-জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? উত্তর: ঈঙ২। প্রশ্ন: বাংলাদেশের আবাদী জমির কতটুকুতে ধান চাষে ব্যবহৃত হয়? উত্তর: ৮০%। প্রশ্ন: বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কী? উত্তর: ভাষা ও সংস্কৃতি। প্রশ্ন: রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? উত্তর: সার্বভৌমত্ব। প্রশ্ন: প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী দেশের মোট উপজেলা কয়টি? উত্তর: ৪৯৫টি। প্রশ্ন: পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চালাচল শুরু হয় কবে? উত্তর: ১ নভেম্বর ২০২৩। প্রশ্ন: দেশের প্রথম 'এলিফ্যান্ট ওভারপাস' কোথায় অবস্থিত? উত্তর: লোহাগাড়া, চট্টগ্রাম। প্রশ্ন: ২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন কে? উত্তর: মাহমুদুলস্নাহ রিয়াদ। প্রশ্ন: একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু হয় কখন? উত্তর: ২২ অক্টোবর ২০২৩। প্রশ্ন: জন্ম ও মৃতু্য নিবন্ধনের শর্টকোড কোনটি? উত্তর: ১৬১৫২। প্রশ্ন: 'প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা' বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে উলেস্নখ করা হয়েছে? উত্তর: অনুচ্ছেদ-৩। প্রশ্ন: দেশের প্রথম বায়ুবিদু্যৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? উত্তর: ফেনী। প্রশ্ন: বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? উত্তর: লাইবেরিয়া। প্রশ্ন: 'ঠ-২০্থ গ্রম্নপ কীসের সাথে সম্পর্কিত? উত্তর: জলবায়ু পরিবর্তন। প্রশ্ন: কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয়? উত্তর: লিবিয়া। প্রশ্ন: 'পালাউ' দেশটি কোন মহাদেশে অবস্থিত? উত্তর: ওশেনিয়া। প্রশ্ন: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (ঝউএং)-এর অভিষ্ট কতটি? উত্তর: ১৭।