এসএসসি পরীক্ষার প্রস্তুতি
প্রকাশ | ১২ জানুয়ারি ২০২৫, ০০:০০
আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
সুভা
২৩. 'সে কথা বলতে পারে না'- এখানে যাকে নির্দেশ করা যায়-
ক. সুকেশিনী খ. সুহাসিনী
গ. সুভাষিনী ঘ. প্রতাপ
উত্তর: গ. সুভাষিনী
২৪. সুভা অবসরে কোথায় বসে থাকে?
ক. রাস্তায় খ. বাগানে
গ. নদীতীরে ঘ. পুকুরপাড়ে
উত্তর: গ. নদীতীরে
২৫. প্রকৃতি কার, ভাষার অভাব পূরণ করে দেয়?
ক. প্রতাপের খ. সুভাষিণীর
গ. সুহাসিনীর ঘ. সুকেশিনীর
উত্তর: খ. সুভাষিণীর
২৬. সুভার হয়ে কথা বলে কে?
ক. সুভার মা খ. সুভার পিতা
গ. প্রকৃতি ঘ. নদী
উত্তর: গ. প্রকৃতি
২৭. 'সভা' গল্প অনুসারে প্রকৃতির শব্দ এবং বিচিত্র গতি কী?
ক. অন্ধের চোখ খ. বোবার ভাষা
গ. সুভার কথা ঘ. প্রকৃতির আর্তনাদ
উত্তর: খ. বোবার ভাষা
২৮. সুভাদের গোয়ালে কয়টি গাভী?
ক. দুইটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
উত্তর: ক. দুইটি
২৯. সর্বশী ও পাঙ্গুলি কিসের নাম?
ক. নদীর খ. সুভার বোনদের
গ. গাভীর ঘ. গ্রামের
উত্তর: গ. গাভীর
৩০. কার পদশব্দ গাভী দুটি চিনত?
ক. সুকেশিনীর খ. সুভার
গ. সুহাসিনীর ঘ. বাণীকন্ঠের
উত্তর: খ. সুভার
৩১. মানুষ অপেক্ষা সুভাকে ভালো বুঝতে পারত-
ক. সুভার বান্ধবী খ. সুভার গাভী দুটি
গ. নদীর জল ঘ. পুকুরের মাছ
উত্তর: খ. সুভার গাভী দুটি
৩২. সুভা নিয়মিত কত বার করে গোয়ালঘরে যায়?
ক. একবার খ. দুইবার
গ. তিনবার ঘ. চারবার
উত্তর: গ. তিনবার
৩৩. কারা সুভার মর্মবেদনা বুঝতে পারত?
ক. সুভার পিতা-মাতা
খ. সুভার বন্ধু প্রতাপ
গ. সুভার গাভী দুটি
ঘ. সুভার বোনেরা
উত্তর: গ. সুভার গাভী দুটি
৩৪. 'সুভা' গল্পে কালো চোখের সাথে সাদৃশ্য রয়েছে কিসের?
ক. কচি কিশলয়ের খ. ক্ষমতার
গ. উজ্জ্বল মণির ঘ. দ্রম্নত চঞ্চল বিদু্যতের
উত্তর: ঘ. দ্রম্নত চঞ্চল বিদু্যতের
৩৫. মুখের ভাব বৈ আজন্মকাল যাহার অন্য ভাষা নাই তাহার কিসের ভাষা অসীম উদার?
ক. চোখের খ. মুখের
গ. ঠোঁটের ঘ. হাসির
উত্তর: ক. চোখের
৩৬.'সুভা' গল্প অনুসারে অতল স্পর্শ গভীর কী?
ক. চোখের চাহনি খ. চোখের ভাষা
গ. চোখের রং ঘ. চেতনা
উত্তর: খ. চোখের ভাষা
৩৭. 'সুভা' গল্প অনুসারে স্বচ্ছ আকাশের সাথে সাদৃশ্য রয়েছে কিসের?
ক. সুন্দর মুখের খ. সুন্দর চুলের
গ. চোখের ভাষার ঘ. মুখের ভাষার
উত্তর: গ. চোখের ভাষার
৩৮. বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন কী রয়েছে?
ক. বন খ. মাঠ
গ. মহত্ত্ব ঘ. আলো
উত্তর: গ. মহত্ত
৩৯. গোঁসাইদের ছোট ছেলেটির নাম কী?
ক. বাণীকণ্ঠ খ. প্রতাপ
গ. মণি ঘ. মনোহর
উত্তর: খ. প্রতাপ
৪০. লোকটি নিতান্ত অকর্মন্য - লোকটি কে?
ক. বাণীকণ্ঠ খ. মনোহর
গ. মণি ঘ. প্রতাপ
উত্তর: ঘ. প্রতাপ
৪১. কার সাক্ষাতেই সকলে তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে?
ক. প্রতাপের খ. সুভার
গ. সুহাসের ঘ. সুকেশিনীর
উত্তর: খ. সুভার
৪২. 'এইজন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত'- দুশ্চিন্তা প্রকাশের কারণ কী?
ক. সুভা জেদি খ. সুভা বোবা
গ. সুভা অন্ধ ঘ. সুভা কালো
উত্তর: খ. সুভা বোবা
৪৩. সাধারণের দৃষ্টিপথ থেকে কে নিজেকে গোপন করে রাখতে সবসময় চেষ্টা করত?
ক সুভার পিতা খ. সুভার বোন
গ. সুভার মা ঘ. সুভা
উত্তর: ঘ. সুভা
৪৪. সবাই ভুলে গেলে কে বাঁচে?
ক. সুভাষিণী খ. সুহাসিনী
গ. প্রতাপ ঘ. সুকেশিনী
উত্তর: ক. সুভাষিণী
৪৫. কোনটি কেউ কখনো ভোলে না?
ক. মিথ্যা খ. অপরাধ
গ. বেদনা ঘ. অন্যায়
উত্তর: গ. বেদনা
৪৬. কন্যার কোনো অম্পূর্ণ দেখলে কে সেটাকে নিজের লজ্জার কারণ বলে মনে করেন?
ক. পিতা খ. মাতা
গ. প্রতিবেশী ঘ. আত্মীয় -স্বজন
উত্তর: খ. মাতা
৪৭. কে সুভাকে সুহাসিনী ও সুকেশিনী অপেক্ষা বেশি ভালোবাসেন?
ক. প্রতাপ খ. সুভার মাতা
গ. সুভার পিতা ঘ. সর্বশী
উত্তর: গ. সুভার পিতা
৪৮. সুভার কী ছিল না?
ক. কথা খ. চোখ
গ. হাত ঘ. পা
উত্তর: ক. কথা
৪৯. সুদীর্ঘ পলস্নববিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল কার?
ক. মমতাদির খ. সুভার
গ. অপুর ঘ. অন্ধবধূর
উত্তর: খ. সুভার
৫০. কথায় আমরা যে ভাব প্রকাশ করি তা আমাদের কী করতে হয়?
ক. ভুলে যেতে হয় খ. ভালোবাসতে হয়
গ. গড়ে তুলতে হয় ঘ. তর্জমা করতে হয়
উত্তর: গ. গড়ে তুলতে হয়
৫১. কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে - কী?
ক. নীল চোখ খ.সুন্দর মুখ
গ. কালো চোখ ঘ. উদ্ধত হাত
উত্তর: গ. কালো চোখ
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়